আমাদের কথা খুঁজে নিন

   

মেঘে মেঘে অনেক বেলা হলো...(বর্ষপূর্তি পোষ্ট)

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

সামহোয়্যার ইন ব্লগে আমার আগমনটি অনেকটা হঠাৎ করেই হয়ে গিয়েছিল। আমার অনেকদিনের পুরোনো বন্ধু সাইফুর, যে আমার কয়েক মাস আগে এখানে রেজিস্ট্রেশন করেছে। হঠাৎ সে একদিন মেসেঞ্জারে সামহোয়্যারের এড্রেসটি দেয়, আমার এমনিতেই নতুন নতুন ওয়েবসাইটে ঘোরার বাতিক আছে, তাই এড্রেসটি পেয়ে সাথে সাথেই ঢুকলাম, প্রথম প্রথম কিছু পোষ্ট পড়তাম, রেজিস্ট্রেশন করেছিলাম মনে হয় কয়েকদিন পরে। যাই হোক, এভাবেই আমার ব্লগিং জীবনের যাত্রা শুরু হয়েছিল।

ব্লগে প্রথম প্রথম তেমন নিয়মিত ছিলাম না, খাপছাড়াভাবে কয়েকজনের পোষ্ট পড়তাম , প্রথমদিকে তেমন আগ্রহও পেতাম না। কিন্তু আস্তে আস্তে যখন আগ্রহ জন্ম নিল, তখন এর প্রতি এমনভাবে আসক্ত হয়ে পড়লাম যে, এটি ছাড়া সময় কাটানোর কথাটাই তখন কল্পনাতে আনতে পারতাম না। এর আগে একটি ব্যক্তিগত মানসিক কষ্টের কারণে প্রায়ই বিমর্ষ থাকতাম, কিন্তু ব্লগের সবার সাথে আস্তে আস্তে পরিচয় বাড়তে থাকলে সেই কষ্টটাও ধীরে ধীরে কমে যেতে লাগল। ১৬ই ডিসেম্বর চারুকলায় ব্লগার আড্ডায় ব্লগারদের বিশাল আড্ডায় গিয়ে আমার মধ্যে আশ্চর্য্য রকমের একটা ভালোলাগার অনুভূতি কাজ করছিল। এত বিশাল আড্ডায় আমি আমার জীবনে কখনো অংশগ্রহণ করিনি এর আগে।

সেদিনের সেই আড্ডায় সবার সাথে পরিচিত হয়ে আমার শুধুই মনে হচ্ছিল, কত বিশাল একটা কমিউনিটির মধ্যে ঢুকে গেলাম !!! নিজেকে তখন আর একা মনে হচ্ছিলনা। প্রথম দিকে কখনো ভাবিনি এতদূর আসতে পারব, এক বছরে এতগুলো পোষ্ট দিতে পারব। আজ এই এক বছর পূর্তিতে পেছন ফিরে তাকালেই শুধু মনে হচ্ছে কতগুলো পোষ্ট দিয়ে ফেললাম !!! এগুলোর অনেকগুলোতেই অনেক ব্লগারের বিরক্তির উদ্রেক হয়েছে সেটা আমি জানি, বিশেষ করে আমার লেখা কবিতাগুলো। কিন্তু কবিতাগুলো লেখার সময় আমি শুধু আমি নিজের অনুভুতিগুলো তুলে ধরতে চেয়েছি ছন্দের আকারে, অনেক সময়ই হয়তো সেগুলো কবিতার কাতারেই পড়েনি। তারপরও লিখেছি নিজের আনন্দে।

ব্লগে অনেকের সাথেই নিয়মিত যোগাযোগ হয়, অনেকেরই ভালোবাসায় সিক্ত হয়েছি। তার মধ্যে প্রথমেই যার কথা আমার মাথায় আসে তার নাম একরামুল হক শামীম। এই মানুষটিকে আমি অসম্ভব পছন্দ করি। সবসময় হাসিখুশী এই মানুষটির কাছে আমি অনেকভাবে কৃতজ্ঞ, অনেকসময় আমাকে সাহায্য করেছেন তিনি। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে, শামীম ভাই।

এছাড়াও আর যাদের কথা এই মুহুর্তে মনে পড়ছে, তারা হলেন রাগ ইমন, আইরিন সুলতানা, রাতমজুর, চিটি , মিল্টন, চাঙ্কু, শিরোনামহীন, রুখসানা তাজীন, আলী আরাফাত শান্ত, আউলা, সাতিয়া মুনতাহা নিশা, সুখীমানুষ, অ্যামাটার। আরো অনেকের নামই লিখতে ইচ্ছা করছে, কিন্তু সবার নাম লিখতে গেলে আমার এই বর্ষপুর্তি পোষ্ট এর বড় সাইজের কারণে পাব্লিকের মাইর আমার একটাও মাটিতে পড়বে না ....যাদের নাম বাদ পড়লো, তাদের কাছে আন্তরিক ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকবেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.