আমাদের কথা খুঁজে নিন

   

মেঘে মেঘে কিছু আনন্দ দুঃখ আর অদ্ভুত হারিয়ে যাওয়া ...

নিজের সম্পর্কে এখনো অনুসন্ধান চলছে ...তাই এখনি কিছু বলতে পারছিনা... aftabarif লিখে আমকে প্রায় সবখানেই খুঁজে পাবেন যেমন ফেসবুক টুইটার ইত্যাদি সামুতে নতুন তাই বেশি আসা হয়না । মন চায় প্রান খুলে কান্না করতে ..কি জানি অনেক দুঃখ নাকি লুকিয়ে আছে এই মনের কোন এক অংশে...অভিমানের পাহাড় ধ্বসে পরছে এর মধ্যে কোথায় যেন । কিন্তু মস্তিষ্ক কোন কারণ খুঁজে পায় না কান্না করার ...অবচেতন কিংকর্তব্যবিমূঢ় এই বোকা মস্তিষ্ক টা কি আর বুঝে মনের সব জটিলতা !! এতো সব ভেবে কি আর সে কাজ করতে পারে ... সে কান্না করে না ... মনের কাছে সে যথাযথ কারন চায় কান্না করার ...বুঝতে চায় সবকিছু ...মন আর কি বুঝাবে তাকে ? মন নিজেই তো বুঝেনা সে বাস্তবে সত্যি আছে কি নাই!! এর উপস্থিতি নিয়ে অনেকের মাঝেই তো সন্দেহ বিরাজমান ...তখন তুমুল ঝগরা চলে এই অবুঝ মন আর বোকা মস্তিষ্ক এর মাঝে... তখন কি আর করার নিস্তব্ধ বিষন্নতার মেঘ এসে জমতে থাকে মন হৃদয় কিংবা মস্তিষ্কের কোন এক কোণায়...জানি একদিন নিশ্চয় সব মেঘ ভেঙ্গে পরবে ...হয়তো মেঘে মেঘে সেদিন এক পসলা বৃষ্টি এসে ভিজিয়ে দিবে আমায় ...ঐ দিন হয়তো মন আর মস্তিষ্কের মাঝে গড়ে উঠবে কোন বন্ধুত্ব ...কোন দিক থেকেই হয়তো অবজ্ঞার আর কোন অন্ধকার আসবে যাবে না এই মনের উপর দিয়ে... কিন্তু সেইদিন আমার ভাগ্য জুটবে কিনা জানিনা ...অতটা সৌভাগ্য আমার কখনোই ছিলো না ...কিন্তু যাই হোক আমি সেই দিনের অপেক্ষায় আছি ... তত দিন বোকা মস্তিষ্ক মনের সাথে লড়াই করে যাক ইচ্ছে মত ... গড়ুক তারা আরো কয়েক বস্তা মেঘ ...জমা করূক অনেক মেঘ নিয়ে একটা মেঘের স্তুপ...আমি ততদিন থাকি এই মেঘে ঢাকা পরে ... লুকিয়ে থাক ততদিন সব অনুভূতি গুলো জোৎস্না হয়ে এই মেঘের আড়ালে কোথাও...... এমন সব জটিল বিষয় নিয়ে চিন্তা করছিল স্নেহা আর পাড় হচ্ছিল রাস্তা এবং ঠিক তখনি একটা ট্রাক এসে তাকে আহত করে দিয়ে যায় এবং পরে তাকে হাস্পাতলে নিহত ঘোষনা করা হয় ... গল্পের মূল চরিত্র নিহত হওয়ার সুবাদে গল্প এখানেই থেমে গেল ...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.