আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম বারবার আসে,বারবার যায়......

Every emotion have a feelings. But every feelings have no emotion. প্রেম এখন খুচরা পয়সার মতো হয়ে গেছে। যে যার ইচ্ছামতো যেখানে-সেখানে দেদার খরচ করছে। পাত্রে-অপাত্রে ঢালছে। লাইলি-মজনু, শিরি-ফরহাদ, রোমিও-জুলয়েটদের বিধ্বংসী প্রেমের যুগ তো এখন আর নেই। এদেশে যখন জাপানি পণ্যের জয়জয়কার ছিল, তখন স্বদেশজাত প্রেম-প্রীতিও ছিল জাপানি পণ্যের মতোই মূল্যবান, টেকসই আর দীর্ঘস্থায়ী।

কিন্তু যুগ পাল্টেছে। দেশ ছেয়েছে চাইনিজ ওয়ান টাইম ইউজ কিম্বা সস্তা ধাঁচের পণ্যে। দোকান থেকে বাড়ির দরজা পর্যন্ত বহন করে নেয়ার টাইম অব্দি টিকবে কি না, এই ব্যাপারে যে পণ্যে ঘোরতর সন্দেহ থাকে। তো এই চাইনিজ যুগের বাসিন্দাদের প্রেমের মজবুতিটা যে জাপনি পণ্যের মতো দীর্ঘস্থায়ী হবে, সেটা আশা করাই দূরাশা। বাংলা সিনেমায় সম্ভবত একটা গান আছে, "প্রেম একবার এসেছিল জীবনে....." গানের কলি শুনে মনে হয় এই জামানায় বাস করেও সিনেমার মহামান্য নায়িকার চরিত্রটি অত্যন্ত সৎ ও সচ্চা।

কারন, তার জীবনে প্রেম একাধিকবার বা বারবার আসেনি, যেটা এই জামানয় একেবারেই অকল্পনীয়! এই জামানায় প্রেম বারবার আসে,বারবার যায়...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.