আমাদের কথা খুঁজে নিন

   

রক্তাক্ত উপমা

নাম ছিলনা স্বপ্ন গুলোর........প্রতিবিম্বিত অবয়ব তাড়িয়ে বেড়ায় নিজেকে। আমার ঘরে রক্তের দাগ এখনো শুকোয় নি। শুকোয় নি মেহেদি রাঙ্গা তোমার ওই হাতে ভালোবাসার রক্তাক্ত শেষ সিঁদুরের চিহ্নটুকু। মনে পড়ে? মনে পড়ে তোমার সাথে মিলনের শেষ স্মৃতিটুকু? কুয়াশার চাদরে ঘিরে ঠিক ভোর বেলায় তোমার রুমে আমার প্রবেশ। তোমার অস্থির বিস্ময়ে জড়ানো চোখ দুটো আজও ইচ্ছে হয় দীর্ঘ সময় ধরে ছুঁয়ে যেতে।

কুয়াশার শিশির বিন্দুগুলো আমাকে এমন ভাবে ঘিরে ধরেছিল, তুমি বোধহয় বুঝতেই পারোনি, শিশির বিন্দুর সাথে আমার চোখের পানিও কেঁদেছিল সেদিন ভোরবেলায়। তোমার ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার দৃশ্যটুকু আজও আমায় কষ্ট দেয়। আমার করুন অসহায়ত্ব তোমায় সেদিন এতটুকু চিৎকার করে কাঁদার জন্যও স্বাধীনতা দিতে পারেনি। তোমার হাত দুটো জড়িয়ে ধরে বলেছিলাম, "উপমা, তোমার জন্য আমার ভালোবাসার উপমা হবে রক্তস্নাত স্বাধীন বাংলাদেশ। " সদ্য বিবাহিত মেহেদি রাঙ্গা আমার উপমা নরম দুটি হাতে আমায় জড়িয়ে ধরে বলেছিল, "এই আমি তোমার হাতে শিকল দিলাম, কোথাও যেতে দেবো না।

" অপরাধভীত বালকের মতো বলেছিলাম, ধুর বোকা, দেখো, তোমার এ হাত আমি কখনই ছাড়বো না। " আমাদের সুখটুকু ছিল কয়েক মুহুর্তের। হঠাৎ করে একদল জানোয়ারের বুটের শব্দ। উপমা আরও শক্ত করে আমার হাতটি আঁকড়ে ধরে। কিছুক্ষনের মধ্যেই দরজা ভেঙ্গে যায়, শুরু হয় স্বাধীনতার নতুন গল্প........... প্রথম গুলিটি আমার পাঁজরের ঠিক বামপাশে লাল সূর্যের মতো বৃত্ত তৈরী করে, দ্বিতীয়টি আমার দেহকে মাটির সাথে মিশিয়ে দেয়, যেন রক্তাক্ত সূর্যকে আগলে রাখা সবুজ পতাকা; উপমা তখনও আমার হাতটি ছাড়েনি, তৃতীয় গুলিটি যখন আমার হাতকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়, রক্তাক্ত বিচ্ছিন্ন হাতটি তখনও উপমার হাতে।

আমার বিচ্ছিন্ন হাতটি হাতে নিয়ে উপমার মিনিট খানেক আত্ন-চিৎকার, ওহ: কি অসম্ভব চিৎকার!! ----------------------------------------------------------------- রক্তের মিছিলে হারিয়ে যাওয়া আমার হাত; বিচ্ছিন্ন হয়ে যখন তোমার হাতের উপর পড়লো, তুমি কি সত্যিই খুব ভয় পেয়েছিলে উপমা? আমি তো বলেইছিলাম, তোমার এ হাত কখনোই ছাড়বো না, ......................................বলিনি ? ------------------------- ------------------------- নাদিম ২৫/৫/২০১১ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।