আমাদের কথা খুঁজে নিন

   

রক্তাক্ত চড়ুইভাতি।

ফ্রি সাইজ টি-শার্ট গায়ে জড়িয়ে পথে পথে হেঁটে বেড়ানো পরিব্রাজক। দিবসের লেজে পারা দিয়া রজনী আসে, রজনীর চাদর ছিঃরে দিবস আসে। অবশেষে ভোর হয় চড়ুইভাতির। আগামীকাল আজরাইল আসিলেও আমদের সাক্ষাৎ হইবে। আজরাইল পথ ভুলে যায়।

জড় পদার্থের ফাঁসি সঙ্গে লইয়া, কপালে একটা সুস্পষ্ট রক্তাক্ত প্রশ্নবোধক আঁকিয়া সে আসে। আমার কলিজা ঠাণ্ডা করা সাদা একটা জামা পইরা আসে সে। আমি তার গোসলের গন্ধ পাই। আমার শীত শীত লাগে। আমি তাহারে এক লহমা দাঁড় করাইয়া রক্তাক্ত প্রশ্নবোধকটারে সঙ্গে লইয়া বাড়ি ফিরি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।