আমাদের কথা খুঁজে নিন

   

সালমা সোবহানের জন্মজয়ন্তী

লেখালেখির কারখানা সোমবার, ৯ আগস্ট, ২০১০ নিভৃতচারীর আত্মপ্রকাশ মুবিনুর রহমান মুবিন কতো মানুষ আজ সকালে উঠে পূবের শিশুসূর্যটাকে দেখবে আর মনের গহীন তলে খুঁজবে একটি সর্ণালি মুখশ্রী, যেখানে লেগে থাকতো প্রেম, ভালোবাসা আর স্নেহের আলোয় লেগে থাকা হাসি। আজ হয়তো কোন বস্তির ঘুটঘুটে অন্ধকার ঘরে ঘামে ভেজা শরীরে গামছা দিয়ে আলতো বাতাস করতে করতে আনমনে ভাবছে কোন বিপদ দিনের কথা যেখানে ত্রাতার মতো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে এলোমেলো শাড়ি পড়া একজন প্রৌঢ়া, অথবা আইন ও সালিশ কেন্দ্রের কোন এক কর্মী দিবাগত রাতে ঘরের কোনে সাজিয়ে রাখা বক্তব্যরত একজন নারীর জ্বাজ্জ্বল্যমান ছবিটার সামনে একরাশ শাদা ফুল আর প্রদীপ জ্বালিয়ে গোপনে ফেলছে ফোঁটা ফোঁটা জল। হয়তো আজ কোথাও কেউ একা একা কেক কেটে বলছে শুভ জন্মদিন, তোমার আজ শুভ জন্মদিন। এমন দিনতো বিশেষ ছিল আমার, আমাদের বা অনেকের। আজ ২৭ শ্রাবণ, বরষার প্রায় শেষ, বৃষ্টি নেই, গরমে অস্থির মানুষ, প্রাণি প্রকৃতি সকলে।

তারপরও কেমন জানি এক শীতল বাতাস শিহরিত করছে আমার শরীর বেয়ে মনের গহীন তল। আজ সত্যিই একটি বিশেষ দিন তাদের কাছে যারা তাদের জীবনের পরতে পরতে মিলায় একজন মানুষের, মানুষের প্রতি ভালোবাসা, অধিকার বঞ্চিতদের প্রতি অকুণ্ঠ সমর্থন, সহভাগিতা, মানুষের মর্যাদা কিংবা স্বেচ্ছাশ্রমের অসাধারণ কীর্তি। আজ যারা আইন ও সালিশ কেন্দ্রে কাজ করছে, যোগ করছে নতুন নতুন সম্ভাবনার আলো অথবা মানুষের অধিকার প্রতিষ্ঠার ব্রত নিয়ে ছুটে চলেছে আদালত থেকে নির্যাতিতদের ঘরের দুয়ার পর্যন্ত, রাজপথ থেকে গ্রামের মেঠো পথে। জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক অঙ্গনে যারা মানবাধিকারের ধ্বজা বয়ে চলেছে তারাও কি আজ দিনটির তাৎপর্য অনুভব করছে না। হয়তো করছে, হয়তো করছে না তাতে কিইবা আসে যায়।

আজ যার কারণে বিশেষ দিন তার কাছে নিভৃতচারিতাই সুখের, গোপনে গোপনে পর্বত সমান কাজ করাই আনন্দের, বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই একমাত্র ব্রত। সিংহ রাশির জাতিকা, মিতব্যায়ী, দূরদর্শী, সত্যিকারের অ্যাক্টিভিস্ট, দার্শনিক ব্যারিস্টার সালমা, রাশেদা আক্তার বানু, প্রিয় আপার আজ জন্মদিন, আজ বিশেষ দিন, আজ বাংলাদেশ সহ সারা বিশ্বের মানবাধিকার কর্মীদের জন্য স্মরণীয় দিন…..আজ তোমায় স্মরণ করছি আপা তোমায় অনুভব করছি স্নায়ুর চঞ্চল চপলতায়। জয় তব আপা তোমার, জয় মানবতার, জয় মানুষের মর্যাদার। ঢাকা ১১ আগস্ট ২০১০ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।