আমাদের কথা খুঁজে নিন

   

সালমা বাণীর "ভাংগারি"



গ্রন্থ: ভাংগারি সালমা বাণী পাঠ: ডিসেম্ভর ২১, ২০০৫ উপন্যাসটা ভাল লাগল। আমেনার মা, যার ডাকনাম কিনা বুজি, যার ছেলে সালাম কিনা শহীদ হয়েছিল যুদ্ধে, শেষ পর্যন্ত উল্টে যাওয়া ট্রেনের নিচে পড়ল। লেখক সিরাজের চরিত্রটা যত্নের সাথে এঁকেছেন। একজন নিরক্ষর শহীদ জননী হয়েও বুজি'র যে অহংকার তার ছেলেকে নিয়ে, সেটা সম্ভবত মৌলিক। মাঝরাতে সে যে রেল লাইনের উপর এসে কান্না করে, ছেলেকে খোঁজে, তার এই খুঁজে ফেরাটা আমাদের প্রত্যেকেরই খুঁজে ফেরা।

বুজি কেবল সালামকেই খোঁজেনা, আমাদের স্বাধীনতার অপূর্ণ স্বপ্নটাকেই খোঁজে। লেখক রাজাকার জব্বারের চরিত্রকে, যে কিনা আবার বস্তির বাস্তুহারা সমিতির প্রেসিডেন্টও, নির্মাণে খুব বেশি সচেতনতার পরিচয় দিতে পারেনি মনে হল। জব্বারকে কখনোই খুব বেশি ব্যক্তিত্বপূর্ণ মনে হয়নি। তার শোষনের মাত্রাটা ফুটিয়ে তোলার জন্য তাকে আরো বেশি নিষ্টুরভাবে সিকোয়েন্সগুলোতে ব্যবহার করা দরকার ছিল। ময়না'র চরিত্রটা ভাল হয়েছে।

সিরাজের পাগল ভাইটা গুয়ের ডোবায় পড়ে গেলে কেউ এগিয়ে এলনা। অথচ খারাপ মেয়েটাই নিজের শাড়ীটা খুলে দিয়ে পাগলটাকে তুলে আনতে যে ভূমিকা নিল তা অসাধারণ। সিরাজের বোন আয়েশাকে তার ধনবান মনিবরা শেষ পর্যন্ত সিরাজের সাথে দেয়নি বলে সে পালিয়ে গেল। কিন্তু এত বড় ঢাকা শহরে মেয়েটা সিরাজ কিংবা বাবা-মা'কে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত হারিয়ে গেল। কোথায় হারাতে পারে সেটা ভাবতে গা শিউরে ওঠল।

এন জি ও কর্মী নাসরিন, যে কিনা বস্তির মানুষদের দুঃখকে আপন করে নিয়েছিল, দেখল কীভাবে বস্তির মানুষের কল্যাণে আসা টাকাগুলো তাদের এন জি ও' র বস প্লট কিনতে ব্যয় করল। শেষপর্যন্ত তাকে কনফারেন্স এর নাম করে আমেরিকাতে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত হল। প্লেবয় এরশাদের স্বৈরশাসনের এক নির্মম দিক ওঠে আসল এই উপন্যাসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।