আমাদের কথা খুঁজে নিন

   

কাঁদতে হয় একা

গ্রামটায় আবার এসেছি অনেক দিন পর, ভাঙা খাট, পুরোনো বিছানা ও কাঁথা আহ্ কী ভীষণ আপন আর কাছের। কাঁথায় এখনো গন্ধ লেগে আছে বুড়ির আমি যখনই এসেছি তা বুড়ো হাত দিয়ে জড়িয়ে আমাকে, এক দফা কেঁদে নিতো। আর আমি মনে কৌতুক রেখে মুখ ভার করে থাকতাম কি বিচ্ছিরি ব্যাপার চোখের পানি নাকের পানি একাকার। আজ মনে হয়, বুড়িটা যদি থাকতো দু’জনে জড়াজড়ি করে কেঁদে নিতাম এক পশলা কাঁদতে ইচ্ছে হয়, ভীষণ কাঁদার ইচ্ছে জাগে কাঁদতে যে হয় একা, হাসতে সঙ্গী লাগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.