আমাদের কথা খুঁজে নিন

   

দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য চড় খেলেন কৃষিমন্ত্রী (ভারতের)...আমাদের কিছু মন্ত্রী এ থেকে যদি একটা শিক্ষা পান

... পাওয়ারকে চড় মেরে বিন্দুমাত্র অনুতাপ নেই হরবিন্দর সিংয়ের। সুযোগ পেলে একই কাজ পুনর্বার করার ঘোষণা দিলেন তিনি এবং তা আদালতে দাঁড়িয়েই। ভারতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ যুবক হরবিন্দর বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি শারদ পাওয়ারকে চড় মারেন। শুক্রবার হরবিন্দরকে দিল্লির একটি আদালতে হাজির করা হলে নিজের জন্য কোনো আইনজীবী চান না জানিয়ে তিনি বলেন, “আমি আবারো এটা করবো। ” হরবিন্দরের এ বক্তব্যের খবর দিয়েছে এনডিটিভি।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, হরবিন্দরকে তিহার জেলে পাঠানো হয়েছে। সেখানে ১৪ দিন বিচার বিভাগীয় কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। হরবিন্দরের বিরুদ্ধে শারদ পাওয়ারের ওপর হামলা ও তাকে হুমকি প্রদান এবং আত্মহত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার নয়া দিল্লি পৌর কর্পোরেশন (এনডিএমসি) ভবনে এক অনুষ্ঠান শেষে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় হরবিন্দরের হামলার মুখে পড়েন শারদ। পাওয়ারের গালে চড় মারার পর তিনি চিৎকার করে বলতে থাকেন, “দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের প্রতি এটাই আমার জবাব।

” ২৪ বছর বয়সি টেম্পুচালক হরবিন্দর এর আগেও একবার একই ধরনের আরেক কাণ্ড করেছেন। এ মাসের শুরুর দিকে দিল্লির একটি আদালত প্রাঙ্গণে দেশটির সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী সুখরামের ওপর চড়াও হয়েছিলেন তিনি। সেদিন ১৯৯৬ সালের এক দুর্নীতির মামলায় সুখরামের পাঁচ বছরের কারাদণ্ড হয়। শারদ পাওয়ার কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স-ইউপিএ) সরকারের অন্যতম শরিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান। বৃহস্পতিবার পাওয়ারের গালে চড় মারার খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে মহারাষ্ট্র রাজ্যজুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মুম্বাই-আগ্রা মহাসড়ক অবরোধ করে এনসিপিকর্মীরা। এর প্রতিবাদে শুক্রবার পুনে বনধও পালন করে করে দলটি। অবশ্য সমর্থকদের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে পাওয়ার বলেছেন, “আইনকে তার নিজের গতিতে চলতে দিন। ” সূত্র: বিডিনিউজ২৪.কম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.