আমাদের কথা খুঁজে নিন

   

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কি কেউ নেই?



দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়ছে লাগামহীনভাবে। দ্রব্যমূল্যের লাগামহীন পাগলা ঘোড়া নিয়ন্ত্রণের কি কেউ নেই আমাদের দেশে। পূর্বে বলা হতো সিন্ডিকেট, চাঁদবাজি, মাস্তানী ইত্যাদি। কিন্তু বর্তমানে তো এ ধরণের কোন কিছু নেই। তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নেই কেন? দ্রব্যমূল্য কিভাবে বাড়ছে তার একটি নমুনা দেখুন: কয়েকদিন পূর্বের ঘটনা একদিন সকালে কাঁচাবাজার করতে গিয়ে টমেটোর কেজি ১৫ টাকা দেখে কিনলাম না এজন্য যে ঘরে কিছু টমেটো রয়েছে কিন্তু হঠাত অতিথি এসে যাওয়ায় দুপুরের দিকে টমেটো কিনতে গেলাম।

গিয়ে দেখি সকালের টমেটো দুপুরে সেই একই বিক্রেতা হাকছে ১৮ টাকা কেজি দরে। জিজ্ঞেস করলাম কি ভাই, সকালে চাইলেন ১৫ টাকা আর এখন ১৮ টাকা, ব্যাপার কি? দোকানী বলল, দাম বেড়েছে কিছুক্ষণ আগে। তাকে বললাম আপনার টমেটোতো সকালের গুলোই, তাহলে আপনি দাম বাড়ালন কেন? দোকানীর উত্তর ফোনের মাধ্যমে জেনেছি পাইকারী বাজারে টমেটোর দাম এরমধ্যে বেড়ে গিয়েছে। তাই বলেকি আপনি দাম বাড়াবেন? খবুই অবাক হলাম, কিন্তু কিছুই করার নেই আমাদের। সয়াবিন তেল ছিল বিএনপি জোট সরকারের আমলে ৫৮ টাকা।

তা এখন ৭২ টাকা। আপনারাই বলুন যে হারে জিনিষের দাম বাড়ছে। এর কি কোন প্রতিকার নেই? এখন তো দেখে সিন্ডিকেট, চাঁদাবাজি, ইত্যাদি নেই। তাহলে আমাদের মত মধ্যবিত্ত মানুষের কি কোন উপায় নেই? বর্তমান কেয়ারটেকার সরকার ক্ষমতায় এসে বাড়িয়েছে তেল, গ্যাস, বিদুত-এর দাম। বাড়িয়েছে যাতায়াত খরচ, বাড়িয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।

নাভিশ্বাস উঠে গেছে, আবার গরমে অতিষ্ঠ আমাদের জান ত্রাহি ত্রাহি। আমাদের বাচাতে আর কোন সরকার এগিয়ে আসবে একটু বলে দিন না প্রিয় ব্লগাররা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.