আমাদের কথা খুঁজে নিন

   

দ্রব্যমূল্য ১

সুন্দর হোক সত্য

সিন্ডিকেট, মজুতদারি, কালোবাজারী ইত্যাদি রাজনৈতিক মহলে বেশ উচ্চারিত এবং প্রতিধ্বনিত শব্দ যার সমন্বিত ইস্যুর নাম হলো দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। এই ইস্যুটি এতই নির্ভেজাল এবং শক্তিশালী ছিল যে তাতে সরকারের আসন কেঁদে কঁেপে উঠেছে। এর বিরুদ্ধে কঠিন সংগ্রামে লিপ্ত হয়েছেন মুক্তি প্রদায়ী অন্তরবর্তী সরকার। তাদের স-বুট পদচারণায় দ্রব্যমূল্য ভয়ে চিমসে হয়ে সবার মুঠোয় চলে আসবে এমন ধারণা কর্তাব্যক্তিদের থাকলেও থাকতে পারে। কিন্তু তাতে যে পরিস্থিতির অবনতি বৈ উন্নতি হয়নি তা কি উনারা বুঝতে পারছেন? জলপাই বিপ্লবে মজুদ পণ্য হলো অন্তরীণ!! এবং সব দুর্নীতি মুক্তির সুবাদে বাংলাদেশ হবে সিন্ডিকেট মুক্ত এমনটাই আশা ছিল কর্তাদের। কিন্তু পর্বতের মুষিক প্রসব বৈ কিছু হলো কি? তাহলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ হবে কি করে? সিন্ডিকেট এবং মজুতদার কি করে ঠেকাবে? কালোবাজারী কি করে দূর হবে? তাহলে কি সিন্ডিকেটের অদৃশ্য শক্তি উনাদের চেয়েও বেশী? নাকি কান নিয়েছে শুনে চিলের পেছনে পা চালাচ্ছে বীর জোয়ান? কানে হাত ছোঁয়ানোর সময় যে নেই তাদের। যা করার অতিদ্রুত করতে হবে!!! সিন্ডিকেট!! সিন্ডিকেট!!! এ কি আলেয়া? তা না হলে এতদিন এত নেতা-নেত্রী দুর্নীতিবাজ কাবু, কিন্তু সিন্ডিকেটের মিলল না তো কোন তাঁবু? তবে আসলে ব্যাপারখানা কি? (চলবে)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.