আমাদের কথা খুঁজে নিন

   

জানি সামু ও মানুষ!

অতীত কে পাশ কাটাতে চাই অবিরত, যেন ভয় পাই। নি:শব্দে হয়ত এক বুক চাপা অভিমান নিয়ে মাথা নত না করে সাহস কে সমুন্নত রেখে প্রিয়জন কে কাঁদিয়ে, হাজারো বন্ধুবান্ধব কে একা ফেলে, সামু ব্লগের সমস্ত ব্লগার বন্ধুদের চোখের জলে ভাসিয়ে টিপু চলে গেলেন না ফেরার দেশে। কত মানুষই তো রোজ যাচ্ছে সে দেশে। কিন্তু টিপু কি আমাদের অজানা কেউ? তার অন্যরকম চলে যাওয়ার এ গল্প কি মোচড় দিয়ে যায় না আমাদের হৃদয়কে? দেয়। তার ক্যান্সার নিয়ে লেখায় ব্লগারদের মন্তব্য পড়লেই বোঝা যায় সেটা।

মানুষ যদি রোবট না হয় তাহলে চোখ পানিতে ভিজবেই, মন কাঁদবেই, টিপুর জন্য অজান্তেই মন করবে প্রার্থনা। কিন্তু আমাদের সামু ব্লগ আজ নীরব। ব্লগ কোন মানুষ নয় তবে মানুষই তো পরিচালনা করছে ব্লগ। তাহলে কেন এত অনুভূতিহীন হিসেবে ব্লগটিকে তুলে ধরতে হবে?জানি মডেরেটরগণ ও আমাদের সবার মতই মর্মাহত। তাহলে তার একটি পোষ্ট স্টিকি করছেন না কেন? নিজের আবেগ লুকিয়ে না রেখে এখনই ব্লগটিকে "মানুষ মানুষ" রুপ দিন।

এ ব্লগেরই তো একজন ছিল সে! আসুন আমরা মানুষ হই, রোবট হয়ে আর কত দিন?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.