আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ী ভাংচুর করে যদি সমস্য সামাধান করা যায়, আসুন তাহলে দুনিয়ার সব গাড়ী ভাংচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়।

لا إله إلا الله محمد رسول الله হরতাল একটি রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক দেশে এটা একটি স্বাভাবিক বিষয়, কিন্তু কিসের জন্য এই হরতাল? এখনো সময় আছে আলোচনার, আর আলোচনার দরজাতো বন্ধ হয়ে যায়নি? তাহলে আলোচনা বাদ দিয়ে হরতালের নামে নাশকতা ও গাড়ী ভাংচুর কেন? বর্তমান সরকারের এখনো বৈধ মেয়াদ আছে তাহলে কোন যুক্তিতে বি,এন,পি, জামাত শিবির সহ তার মিত্ররা কোন অধিকারে এই সরকারের পদত্যাগ দাবী করে হরতালের নামে দেশে অরাজক বিশৃঙ্কলা সৃষ্টি করতে চায়? হরতাল করাতো দোষের কিছু না, কিন্তু গাড়ী ভাংচুর ও গাড়ীতে আগুন কেন দেওয়া হয়? শুধু মাত্র গাড়ী ভাংচুর ও গাড়ীতে আগুন দিয়ে যদি সব সমস্যা সামাধান হয, তালে আমি মনে করি যাবতীয় রাজনৈতিক সমস্যগুলো সামাধান করার জন্য দেশের সব গাড়ী ভেঙ্গে দেওয়া উচিত, প্রযোজনে বিদেশ হতে প্রচুর পরিমাণে গাড়ী আমদানী করে বড় বড় শহরগুলোর রাস্তায় নামিয়ে তা ভাঙ্গা ও আগুন দেওয়া উচিত, তাতে অন্তত রাজনৈতিক সমস্যার সামাধান তো হবে। তবে এই হরতালে ভাঙ্গার জন্য গাড়ী আমদানী কারকদের উচিত অতি স্বল্প দামে একবারে অকেজো গাড়ী আমদানী করা, এতে দেশের বৈদেশিক মুদ্রার কিছুটা হলেও সাশ্রয় হবে। হরতালে যদি বি,এন,পি ও জামাত শিবির কর্মীদের ও নেতাদের এতই যখন গাড়ী ভাংচুরের খায়েশ হয় , তালে আগে গিয়ে খালেদা জিয়া সহ বি,এন,পি ও জামাত শিবিরের সব নেতা নেত্রীদের গাড়ী আগে ভাঙ্গা ও আগুন দেওয়া উচিত এবং তা ভিডিও করে সব টিভি চ্যানেলে প্রচার করা উচিত বলে আমি মনে করি। সর্বশেষে উপসংহরে বলবো আসুন আমরা সবাই গাড়ী ভাংচুর করে তাতে আগুন দিয়, কিন্তু একটি নিদিষ্ট খোলা মাঠে, যেখানে সাধারণ মানুষের কোন ক্ষতি বা চলাচলের অসুবিধা হবেনা। তাতে অন্তত পাবলিক শান্তিতে থাকতে পারবে ও রাজনৈতিক সমস্যার সামাধানতো হবে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.