আমাদের কথা খুঁজে নিন

   

একজন কুলদিপ নায়ার...ও আমাদের "শু-শীল"দের কুম্ভকর্ণের ঘুম......

বাংলা আমার................... হায়রে দুর্ভাগা দেশ আমার................. দূর্ভাগা জাতি আমরা। আমাদের দেশ নেতাদের দেশপ্রেম নিয়ে আর বলতেও ইচ্ছে করেনা বা বলতেও লজ্জা বা ঘৃনা লাগে। ভারতের একজন মূখ্যমন্ত্রী'র দেশপ্রেম দেখেও তো কিছু শেখা উচিৎ!! আমরা কখনোই মমতাদের দেখে শিখতে রাজি না !! আমাদের নেতা,মন্ত্রী,এমপি সবাই ব্যস্ত তোষামোদি করার কাজে। এবং কেউ কেউ বিদেশ ভ্রমনে, এরা মনে করে বিভিন্ন দেশের নেতাদের সাথে বিগলিত হয়ে ক্লোজ ছবি তোলাতেই দেশের স্বার্থকতা, যেনো সব কিছু পেয়ে গেছে দেশ ও জাতী!! পররাষ্ট্রমন্ত্রী তো মনে হয় গিনেজ বুকে নতুন রেকর্ড গড়েছেন বিদেশ ভ্রমনে!! বিশ্বের কোন দেশের মন্ত্রী ৩ বছরে এতো বেশি দেশ ভ্রমন করেছে কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে আমার। রেকর্ড আরো আছে তাহলো প্রাপ্তি!! এতো এতো দেশের নেতাদের সাথে ক্লোজ ছবি তুলেও প্রাপ্তির খাতা বিশাল বিশাল শুন্যে ভরা।

তবে বিদেশ মন্ত্রীর ব্যাক্তিগত প্রাপ্তি কন্তু বিশাল!!! আর তাহলো লাগেজ ভরা ফটোগ্রাফ!! আগামিতে যদি কোনদিন তিনি এমপি, মন্ত্রী না হতে পারেন বা ডাক্তারিও না করেন তাতেও তিনি নাখেয়ে মরবেন না তা নিশ্চিত। কেনো নিশ্চিত ঐযে লাগেজ ভরা প্রাপ্তিগুলো(ফটোগ্রাফ) !! ঐ ফটোগ্রাফগুলো দেশ-বিদেশে প্রর্দশনী করে অনায়াশে ডা.আপা এক জীবন পার করতে পারবেন ইনসআল্লাহ। ঘটাকরে ভারতীয় দাদা-দিদির পা নিজ হাতে ধুয়ে দিলেন আমাদের দেশের প্রধান ব্যাক্তিটি এবং বলাইবাহুল্য যে তার সাথে সহযোগীতায় ব্যস্ত ছিলেন সব মন্ত্রীগন। আমরাও আশাম্বিত ছিলাম এবার বুঝি সব পাবো। সব বৈষম্য বোধহয় এবার ঘুচলো! কিন্তু কি দেখলাম ? সব আশায় গুঁড়েবালি এবং দেখলাম দাদাবাবুদের রচিত নাটকের চমৎকার ও সফল মঞ্চায়ন।

তিস্তা, ১টা নদী যার পানির সমান ভাগ পাবার কথা বাংলাদেশেরও, পেপার পত্রিকায় অবশ্য ভাগ পেয়েও গিয়েছিলো কিন্তু এখানেও ঐ একই নাটকের সফল মঞ্চায়ন!! প্রাপ্তির খাতা যথারিতী সেই শুন্য, বা বিশাল সাইজের কয়েকটা ঘোড়ার আন্ডা!!!!! যাইহোক সরকার পক্ষ বললো চিন্তার কিছু নাই, পান্ডুলিপি কিছুটা পরিবর্তন পরিবর্ধন করা হচ্ছে তাই রিহার্সেল হতে ৩ মাসের মতো সময় লাগতে পারে এর বেশি না। তিন মাস পর নাটকের সফল মঞ্চায়ন হবেই হবে জাতীর কাছে এটা আমার ওয়াদা!!! আমার চেয়ে বড় দেশপ্রেমিক বাংলাদেশে কেউ থাকতে পারে না, সুতরাং নো চিন্তা ন্যায্য সকল হিস্যা আমরা পাবোই এটা বঙ্গবন্ধু কন্যার ওয়াদা, শহীদ হয়ে যাবো তবু ওয়াদার বরখেলাপ হবে না। আবার জাতী আশায় বুক বাঁধলো মাত্রতো ৩টা মাস তারপর সব পেয়ে যাচ্ছি!!! কিন্তু তিন মাস অপেক্ষা করার দরকার হলো না, তার আগেই নাটক মঞ্চায়ন শেষ! এবং নাটক থেকে বাংলাদেশী নট-নটিও বাদ। । শুধু দাদা,দিদি ও বৌদি মিলেই অভিনয় করলেন বাংলাদেশের নট-নটির প্রয়োজনই পড়লো না!! ৪২ নদী আগেই শেষ, বাকিগুলোও যাচ্ছে কিন্তু মহান দেশপ্রেমিক নেতা নেত্রীদের ঘুম ভাঙছেই না, এযেনো কুম্ভকর্নের ঘুম,একবার ঘুমলেই বছর শেষ।

। কবে ভাঙবে এ ঘুম?? বাঁধ দেয়া শুরু হয়েগেছে বিদ্যুৎ প্রকল্পো তৈরীর বিল পাশ হয়ে গেছে কিন্তু আমরা ঘুমে কাতর, কুম্ভকর্ণের ঘুম, এ ঘুম ভাঙতেই চায় না...................... ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদিপ নায়ার বলেছেন যে, ভারত টিপাইমুখে বাঁধ দেয়ায় বাংলাদেশের সাথে বেঈমানী করেছে। বাংলাদেশের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এবং এক্ষেত্রে ভারত আন্তর্জাতিক আইন লংঘন করেছে যা কোন ভাবেই গ্রহনযোগ্য নয়। বন্ধু প্রতিম কোন রাষ্ট্রের সাথে অন্য কোন রাষ্ট্র এ ধরনের আচরন করতে পারে না।

যে রাষ্ট্র আমাদের অধিকার কেড়ে নিচ্ছে, বৈষম্যমুলক আচরন করছে গত ৪০ বছর যাবত, সেই রাষ্ট্রের একজন প্রখ্যাত সাংবাদিক সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তি এ বৈষম্যমুলক আচরন মেনেনিতে পারেননি এবং নিজ দেশের এসব কাজের বিরোধিতা করছেন শুধু বিবেকের তারনায়। সরাসরি তিনি এসব বৈষম্যের বিরুদ্ধে কথাবলেছেন বাংলাদেশের TV চ্যানেল এনটিভি'র সাথে, এবং লিখছেন ভারতের বিভিন্ন নিউজ পেপারে। অন্য রাষ্ট্রের স্বার্থের পক্ষে নিজ দেশের বিরুদ্ধে কথা বলতে এই শ্রদ্ধেয় মানুষ টির গলা মোটেও কাঁপেনি বা পেপারে লেখা লিখতে তার হাত বিন্দুমাত্র টলেনি, কত বড় মানষিকতা থাকলে এমন সাহসি হওয়া যায়। যেখানে বাংলাদেশের শু-শীল(নর সুন্দর বা নাপিত) গং গভির ঘুমে কাতর, সেখানে ভারতীয় এই মহান মানুষটি কলম ধরেছেন বাংলাদের পক্ষে। জনাব নায়ার আপনাকে হাজারো স্যালুট....... মানবতার জীবন্ত উদাহরন আপনি........... খুব কষ্ট হয় যখন ভাবি আপনার মতো ১জন বিবেকবান ব্যক্তি আমার সোনার বাংলায় খুঁজে পাওয়া যায়না।

কতোটা দুর্ভাগা এই বাংলা জননী..................... কবিগুরু ঠিকই বলেছিলেন "সাত কোটি মানুষের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালী করে মানুষ করোনি" এই কথাটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বড়ই সত্য বলে মনে হয়.................... এখন কোথায় আমাদের বুদ্ধিজিবী শু-শীল গং, বা আমাদের মহান বামপন্থী কমরেড গং??? এখনো কি ভাঙবে না কুম্ভকর্ণের ঘুম?? এখনো কি জাগবে না তাদের মৃতপ্রায় বিবেক? হাড্ডিসার বাংলা মায়ের কঙ্কাল মাটিতে মিশে যাবার আগে কি জাগবে আমাদের শু-শীল সমাজের বিবেক, তাদের কুম্ভকর্ণের ঘুম কি কখনো ভাঙবে????? "নাটক এখনো বাকি বন্ধুরা" সিমান্ত হত্যকান্ড ১২ মাসে ২৪ বার বৈঠক করেন করেন আমার দেশ। বৈঠক শেষে হাসিমুখে TV ক্যামেরার সামনে দাড়ান এবং প্রতিশ্রুতির ভান্ডার বয়ান করেন। কিন্তু পরের দিন পত্রিকার পাতায় হেডিং সিমান্তে ২ বাংলাদেশীর রক্তাক্ত লাশ...............বিএসএফ ধরে নিয়ে গেছে ২জন বাংলাদেশীকে!!!!!!!! বাহ্ কি সুন্দর প্রতিশ্রুতী এবং তার বাস্তবায়ন !!!! নাটকের বাকি আরো আছে!!!! ট্রানজিট.............. ভারত থেকে ভারতে যাচ্ছে খাদ্য সহ অনেক কিছু, হতে পারে সেভেন সিষ্টারস্ এর বিদ্রহ দমনের হাতিয়ার যাচ্ছে সবচেয়ে বেশি?? বা টেলিকউনিকেশন যন্ত্রপাতি???? রাতের আঁধারে ৮০ চাকার লড়ি বা ট্রাক পর ট্রাক ভরে কি যাচ্ছে তাকি আমাদের সরকার আদৌ জানেন?? সেভেন সিস্টারস্ মুক্তি সংগ্রামীদের দমন করার জন্য অস্রসস্র যাচ্ছে কিনা সেটা ভেবে দেখার প্রয়োজন ছিল মনে হয়। ৭১ এ এই ৭ সিস্টারস এর অসংখ্য মানুষ আমাদের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, তাদের মুক্তি আন্দোলনে সরাসরি সাহায্য যদি আমরা না করতে পারি তবু তাদের দমন করার জন্য ভারত সরকারকে নাম মাত্র শুল্কে ট্রানজিট দেয়া কোন ধরনের নীতি??? এটা কি ধরনের ঋন শোধের নমুনা.......???????? আর এতো সুবিধা ভারতকে দেয়া হচ্ছে কোন ধরনের লাভের আশায়?? কি লাভ হচ্ছে বাংলাদেশের বা কি ধরনের সুবিধা পাচ্ছি আমরা ভারত সরকারের কাছ থেকে তা আমার বোধগম্য হচ্ছে না???!! এতো সুবিধা দেয়ার পেছনে কিছু কারনতো নিশ্চই আছে! তবে কি সেই কারন......................???????? সেই কারন কি আগামী জাতীয় নির্বাচনে আবারো জয়ী হবার নিশ্চয়তা????????? হতেই পারে........... মেরুদন্ডহীন মানুষের পক্ষে সবই সম্ভব , আর নতজানু সরকারের পক্ষে তা ১০০% সম্ভব তা ইতিমধ্যে প্রমানীত। দেশ মরুভূমি হলে তাতে সরকারের কি যায় আসে !! না খেয়ে মানুষ মরলে মরুক আমার কি??!!! সরকার হলো "দাদা তোমরা বাংলা খাও, সরকার আছে তোমার সাথে............কিছু দিন পর যদি "জয়বাংলার সাধে ভারত মাতা কি জয়" ধ্বনি শোনা যায় দয়া করে অবাক হবেন না !! কারন সব সম্ভবের দেশ পৃথিবীতে একটাই আর সেটা বলার অপেক্ষা রাখেনা যে সেই দেশটা হলো "বাংলাদেশ" !!!!!!!!!!!!!!................................ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.