আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় ৪ মাত্রার ভুমিকম্প আর আমরা যারা ঢাকায় থাকি

২৫ অগাস্ট ২০১১, প্রথম আলো ঢাকায় ৪ মাত্রার ভুমিকম্প খবরটা এমন পাতায় ছাপানো হয়েছে যে আমরা যারা সময় বাচাতে পত্রিকা পড়ি তাদের অনেকের ছখে পরবেও না আবার পরতেও পারে। মাত্রা যদিও ৪ তেমন ভয়ের কিছু নেই আর তেমন কিছু ক্ষতি হয়নি। কিন্তু ঢাকাবাসিদের জন্য কিন্তু বেশ ভিতকর খবর। এর মাত্রা যদি আর ৫,৬ কিংবা ৭ হয় চিন্তা করা যায় ঢাকার অবস্তা কি হতে পারে। ঢাকার অধিকাংশ ভবন দেশের প্রচলিত আইন মেনে হয়নি ও হয় না। এটা অল্প সংখক লোকের হীন স্বার্থের জন্য ভাল লাভ কিন্তু ঢাকায় যারা বাস করে তাদের কি হবে ? আর যারা একান্ত ঢাকাকে খুব ভালবাসেন তারা, যারা জোর করে ঢাকা থাকেন তারা, যাদের ঢাকা ছাড়া উপায় নাই তারা সবাইকে সাবধান করা ছাড়া উপায় নাই। কেননা অবস্তা এমন যে চাইলে পরিবর্তন করা যাবে না অনেক বড় বড় ভবন আছে বা ছোট ভবন আছে ৬৫ শতাংশ কোন আইন মেনে হইনি। জিনিসটা এইডস এর মত হয়ে গেছে এখন ৬ বা ৭ মাত্রা হলে মরণ নিশ্চিত কেউ আটকাতে পারবে না। তাই সচেতন হতে হবে ও ক্ষতি যাতে কমানো যায় তার সম্পর্কে জানতে হবে। ভালো থেক ঢাকাবাসী সুনু ২৫ অগাস্ট ২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।