আমাদের কথা খুঁজে নিন

   

ধুলো মাখা পথে..।

পুরান আমি নব ভাবনায় বিভোর.. পনচগড়ের মতো ধুলো মাখা পল্লী শহরে আমার শৈশব ও কৈশোর কেটেছে । তারা খচিত নিস্তব্দ রাত আমাকে পবিত্র হতে শিখিয়েছিলো । করতোয়ার কূলকূল ধ্বনি এখনও হৃদয়ে বাজে । সুপারি আর নারিকেলের বাগানের ফাকে আলো ছায়ার খেলা আমাকে আরো সম্ৃদ্দ করেছে অনুভবে । সবুজের সজিবতা আর শ্যামলতা তখোন ঘিরে রাখতো আমাদের , সারাক্ষন ।

বনধুর কাছে ধার করা বাই সাইকেল নি্য়ে ছুটে চলা কৈশোর আজ পিছুটানে ..। এখন হৃদয়ে শুধুই করতোয়ার ছলাৎ ছলাৎ শব্দ..। সময় পাল্টায়..। আমাদের শৈশব ছিলো মুক্ত বিহন্গের মতো .। ঢাকার বাচ্চাদের মতো ভিডিও গেমের মধ্যে বাধা নয় ।

''আমি শপথ করিতেছি যে , দেশ ও জাতির সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখিব ....। " স্কুলে সকালের সেই শপথ বাক্য গুলো তাই বিশালতা খুজে পায়না ঢাকার চার দেয়ালে বনধ শিশুদের জীবনে .। নদী বয়ে যায় না ওদের হৃদয়ের ঘহিনে..। ওদের জন্য কষ্ট হয় .। এখন বসন্তের পাতা ঝরার শব্দে কারো শৈশব জাগোরিত হয়না এখন বৈশাখী ঝরে আম কুড়ানো ধুম ওদের কে ছুয়ে যায়না ।

ষড়ক্ষতুর দেশ নিয়ে ১০০০ শব্দের অনুভুতিহীন রচনা লিখটে জানে । কিন্তু হেমন্ত বসন্ত উদযাপন শুধুই আনুষঠানিক । ফসলের শিল্পী কৃষকের আটপৌঢ়ে জীবন ওদের ডাকে না, মাল্টি ন্যাশনাল পেস্টিসাইট আর সার কোম্পানির সাপ্লাই চেন ম্যানেজার পদবি বেশি টানে.। facebook সামাজিকতা যে কতো অসামাজিক বানাচ্ছে ..পাশের বাড়ির অভুক্ত প্রতিবেশির খোজ নেয়া হয় না.. দেশের বাইরে গিয়ে হোটেল বয়ের কাজ করতে ইমিগ্রেশনের লাইন লম্বা হয়.। কিন্তু BCS দিয়ে কিংবা রাজনীতি করে দেশীয় রাজনীতি কে ঠিক করবে ??? কে আমাদের ঘোর অন্ধকার থেকে মুক্ত করে সামনে এগিয়ে নিয়ে যাবে???? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।