আমাদের কথা খুঁজে নিন

   

ধুলো পড়া চিঠি

সব সময় প্রো-একটিভ থাকার চেষ্টা করি

অদিতি, কথা গুলো তোমাকে বলা প্রয়োজন তাই লিখছি। আমাদের অতীত বিশ্লেষণে তুমি কারো কাছে ছোট হও তা আমি চাই না। মিথ্যা বলে নিজের অহমিকা প্রকাশ করতে চাই না। আজ আমি সত্যিই বড়ো একা, নিঃসঙ্গ। আমি ভুলতে পারিনা আমার অতীককে।

তাকে আমি প্রচণ্ড ভালবাসি। কখনো সুখে, কখনো দুঃখে। কারণ পৃথিবীতে কেউ কোন দিন তার প্রথম প্রণয় ভুলতে পারেনি। মানুষ জন্মসূত্রে শান্তিপ্রিয়। কেউ শান্তি চায় অস্ত্রের মাধ্যমে, কেউ তার সম্পদ রক্ষার্থে, কেউ শান্তির জন্য রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নেয়, কেউ শান্তি চায় অর্থের বিনিময়ে আর কেউবা কাউকে পরিত্যাগ করে।

তুমি শান্তি খুজে চলেছো আমাকে পরিত্যাগ করে। তুমি শান্তি খুজে পাও, এই আমার প্রার্থণা। জনো অদি, আমিও শান্তি চাই। পৃথিবীর প্রতিটি মানুষের আত্মিক, নৈতিক ও বৈষয়িক উন্নয়ন আমারও কাম্য। আমার এ চাওয়া ক্ষুদ্র ব্যক্তিস্বার্থের উর্দ্ধে।

এভাবে ভাবতেই আমার ভাল লাগে। কারণ পৃথিবীতে মানুষ হিসেবে আমরা সবাই সমান। অদি, তুমি আর আমি কখনো হেঁটে যাব না স্বপ্নের সেই নীল আকাশের নিচে। আর একসাথে দেখা হবে না অস্তগামী সূর্যকে, শুভ্র কাশবনে মৃদু মন্দ বাতাসে সৃষ্ট ঢেউগুলো। তোমার আর আমার মাঝে আজ কত দূরত্ব! এমন তো কথা ছিল না।

তুমি নও, তোমার দেওয়া টুকরো টুকরো স্মৃতিগুলো আমার প্রেরণার উৎস। ওগুলো আমাকে পরম আনন্দে প্রফুল্ল করে, আবার কখনো অতি দুঃখে অশ্রু ঝরায়। বিদায়। ইতি __________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।