আমাদের কথা খুঁজে নিন

   

মানতে পারি না

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না।আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়।কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না।ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। হৃদয় ভরাট করিয়া প্রিয়ার চুম্বণ চলছি আমি সাইক্লোন,টর্নেডু বেগে ওপাড় মুখী,প্রভূ মুখী। পথের শেষে শুনি আমি প্রভূর বানী,এস না তুমি আমার দ্বারে পেতণীর চুম্বণ তুমার অধরে করে, তুমি দুর্ভাগা। শুনে কহে হৃদয় হায়ঃ পেত্নী। মানতে পারি না আমি প্রভূর বানী, তাতে মস্ত দ্বিধা,দ্বন্ধে ভোগছি কাকে ভন্ড,মিথ্যা মানী,প্রভূ না প্রিয়া, মানতে পারি না প্রিয়া মোর পেত্নী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।