আমাদের কথা খুঁজে নিন

   

রাস্তা আটকে শ্রমমন্ত্রীর জনসভা

ফরিদপুর সদর উপজেলার হঠাৎবাজার এলাকায় আজ শনিবার ‘গোয়ালন্দ-তাড়াইল’ সড়কে মঞ্চ বানিয়ে জনসভা করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এ জন্য ওই সড়কে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দুর্ভোগে পড়ে যাত্রী ও পথচারীরা। জনসভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ফরিদপুরের টেপাখোলা থেকে রাজবাড়ীর গোয়ালন্দগামী বাসগুলো ওই পথ দিয়ে যাতায়াত করে।

জনসভার কারণে ওই বাসগুলোকে সকাল থেকে বিকেল পর্যন্ত মোমিন খাঁর হাট হয়ে যেতে হয়েছে। বাসগুলো নির্ধারিত পথে যেতে না পেরে গোয়ালন্দ স্টেশনের যাত্রীদের গোয়ালন্দ বাজার এলাকায় নামিয়ে দেয়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। জনসভাস্থলে রাস্তার দুই পাশে আটকে পড়ে অনেক মাইক্রোবাস, নছিমন, অটোরিকশা ও ইজিবাইক। ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির’ উদ্বোধন উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

তবে শ্রমমন্ত্রী তাঁর বক্তব্যে আগামী নির্বাচনের প্রচার শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, ‘কোনো এলাকার উন্নয়নে অন্তত ১০ বছর সময় প্রয়োজন। সে লক্ষ্য সামনে রেখে আজ এ জনসভা থেকেই আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করে দিলাম। ’ শ্রমমন্ত্রী বলেন, ‘আমি প্রভাবশালী মন্ত্রী। যখন যা প্রয়োজন, তা আনতে পারি।

বর্তমানে এলাকায় সন্ত্রাস না থাকায় চরবাসী নির্বিঘ্নে টাকা নিয়ে বাড়ি যেতে পারছেন। ’ শ্রমমন্ত্রী বিএনপির রোডমার্চের দিকে ইঙ্গিত করে বলেন, ‘পিকনিকের গাড়ি দেখে উৎফুল্ল হবেন না। ওখানে উন্নয়নের ছিটেফোঁটা ও গঠনমূলক কিছু নেই। ’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জয়নুল আবেদীন, খন্দকার মোহতেশাম হোসেন প্রমুখ। জনসভা শেষ হওয়ার আগে শ্রমমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‘এ জনসভার জন্য সকাল থেকেই রাস্তাটি আটকে রাখা হয়েছে।

এ জন্য অনেককে দুর্ভোগে পড়তে হয়েছে। সাময়িক এ ভোগান্তির জন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। ’ রাস্তা আটকে জনসভার আয়োজন করার ব্যাখ্যা দিয়ে ইউএনও কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, কাজের স্থলে উদ্বোধনী অনুষ্ঠান করার জন্যই রাস্তা আটকে সভাটি করতে হয়েছে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।