আমাদের কথা খুঁজে নিন

   

তুমি ,রাস্তা আর



(মাথায় ঘুরতেছে লিখাটা , তাড়াতাড়ি না লিখলে ভুলে যাব ) বিরক্ত করতে কার না ভাল লাগে । হঠা করে কান টেনে দেওয়া কিংবা এক কথা বার বার বলে বিরক্ত করা । অন্য কেউ হলে হয়তবা চিমটির বদলে ইট পাটকেল খেতে হত । কিন্তু এই খানে সেই রিস্ক নাই তাই বারবার তোমাকে বিরক্ত করা । দারুন সন্ধ্যা , ভুল বললাম ? আরে এই আকাশে চাদ নেই ,তারা নেই ।

শুধু তুমি ,রাস্তা আর আমি । তুমি বল চাদে আছে কি ,শুধু ই তো এক নক্ষএ,আমি বলি ঘন্টার পর ঘন্টা এর সামনে বসে থাকা যায় তখন চারপাশ রোমান্টিক হয়ে ওঠে । তুমি জানো কি? আচ্ছা আজ কি অন্য কথা হবে না । তুমি আমি আমাদের ব্যস্ত জীবন তার মাঝে একটাও সুখ সুখ কথা নেই । অথচ প্রায়শই আমরা সুখী সুখী চেহারা নিয়ে ঘুরে বেড়াচ্ছি ।

আমরা সুখি নই ? (চলতে পারে নাও পারে)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।