আমাদের কথা খুঁজে নিন

   

রাস্তা তো না, যেন বাড়ির উঠন !!!



রাস্তা পারাপারের সময় নির্ঘাৎ কারো কারো মাথার স্ক্র খুলে পড়ে যায় নয়তো মাথার ভিতর কোন কেমিকেল লোচা হয়। তা না হলে ওভারবিজ থাকা সত্তেও কেন সবাই রাস্তার উপর দিয়ে পারাপার হয়? গতকাল বাসায় যাওয়ার পর একটা মৃত্যু সংবাদ শোনলাম। আমার এক ভাই, উনি সুদূর দুবাইতে Road Accident এ মারা গিয়েছেন। ঐ একই কাহিনী, উপর দিয়ে পার না হয়ে নিচ দিয়ে পার হতে গিয়ে একেবারেই উপরে চলে গেছেন। ইন্যালিল্লাহি.............রা জিউন।

উনি আবার ছিলেন বাসার বড় ছেলে। তো একবার ভাবুন উনার বাসার কি অবস্তা। কি যাচ্ছে উনার পরিবারের উপর দিয়ে এবং সবচেয়ে দূ্‌ঃখের বিষয় ৬ মাস আগে দেশে এসে বিয়ে করে গেছেন। উনার বোকামির ফল এখন সবাইকে ভোগ করতে হবে। একটু সাবধানতা, হয়তো ১/২ মিনিট সময় বেশি লাগবে ওভারবিজ দিয়ে রাস্তা পার হলে, কিন্তু এই দিন দেখা লাগবেনা।

তাই সবার কাছে একটা ছোট অনুরোধ, রাস্তা সাবধানে পার হবেন। আর যেন কোন ভাই, বন্ধু বা স্বামী অকালে Road Accident এ ঝরে না যায়। আর যেন কোন বাবা কে ব্ৃদ্ধ বয়সে ছেলের ম্ৃতদেহ কাধে নিতে না হয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।