আমাদের কথা খুঁজে নিন

   

নিরীহ (ধারাবাহিক উপন্যাস) (৩)(ক)

I am Bangladesh supporter দজ্জালের আবির্ভাব হয়েছে। সে যেদিকে তাকায়, সেদিকে ধ্বংস হয়ে যায়। ইমামি লোক তার বিরুদ্ধে জিহাদ করছে, তাঁরা বেহেশতবাসী হচ্ছে আর যারা সেজদা দিচ্ছে তারা জাহান্নামি হচ্ছে। লেখক ভাবছে,“কি সব লিখছি। আমি তো কোন ইসলামিক লেখক নই।

কিন্তু কি করব, আমার কাহিনীর চরিত্র আমিন ইসলামিক মানসিকতা সম্পন্ন ছেলে। ছেলে কোথায় যুবক!” কোথায় ইমাম মেহেদি(আঃ)? কোথায় হজরত ঈশা(রাঃ)? আমাকে এসব দজ্জাল থেকে কে রক্ষা করবে? আল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহ। লেখক আবার থেমে গেল। বর্ণনাটি কি ঠিক হচ্ছে? আমিনকে বেশি ধার্মিক বানালে চলবে না। এই আহাকার নিয়ে আমিন চোখ খুললো।

সে কোথায় তা বুঝার চেষ্টা করল। একটি বেডে শুয়ে আছে। এই বেডে কাল রাত থেকে শুয়ে আছে। বেডের পিছনে জানালা। একটি বাজার দেখা যাচ্ছে।

বাজরে কিছু লোক আসছে। পিছনের দেওয়ালের ঘড়িতে এখন সকাল ৬। ৩০ বাজে । আমিনের বাঁধন খুলে দেওয়া হয়েছে। সবকিছু দুঃস্বপ্নের মতো লাগছে।

আগেরদিনও সে বাসয় ছিল। বলবে কি কাহিনীটা ? নাকি রহস্য রাখবে? লেখক চিন্তায় পড়ে গেল। (চলবে) আগের অনুচ্ছেদের জন্য ক্লিক করুন Click This Link প্রথম অনুচ্ছেদের জন্য ক্লিক করুন Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।