আমাদের কথা খুঁজে নিন

   

একটু আগেই সামু মেইল করে জানাল যে আমি জেনেরাল হলাম ..

এলোমেলো চিন্তা .... নিচের লেখা গুলা আমার প্রথম পোস্ট আমার সাথে সামুর পরিচয় প্রায় সাত মাস আগে । কখনো ভাবিনি কোন ব্লগ সাইট আমাকে এতটা আকৃষ্ট করবে। একটা বন্ধুর কাছ থেকে লিংক পাই । সেখান থেকেই আমার সঙ্গে সামুর পরিচয়। কত্ত দিন ও রাত আমি সামু পরেছি।

পরীক্ষার আগে। ঘুমানর আগে। খাওয়ার সময় । ঘুম থেকে উঠে। খালি পরতাম।

এক পেজ থেকে আর এক পেজ। এক ব্লগারএর লেখা শেষ করে , আরেকজনের লেখা তে ...। কোন শেষ ছিল না । এখনো শেষ নাই । অসম্ভব ভাল লাগার ও ভালবাসার এক জায়গা সামু ।

এখানে আমি দেখসি কিভাবে মানুষ যুক্তি দেয়। কিভাবে তার মতামত প্রকাশ করে। গল্প ,কবিতা ,গান(?) ,ঝগড়া ,ভালোবাসা ,গালাগালি , ১৮+ , আরও কত্ত কি !!! তারপর একদিন হঠাতই একদিন সামু বলে চিৎকার করতে করতে আমি খুশিতে সামু তে আকাউন্ট খুলে ফেললাম। আমার আর খুশি দেখে কে ?? ভাবসিলাম কমেন্ত করব ... নিজের লেখা লিখব ...। ।

কিন্তু কিসের কি ?? সামু আমাকে সেই সুযোগ দিল না । আমি প্রথমবার লগ আউট হবার পর গত এক মাস আমি সামুতে লগ ইন করতে পারি নাই। আমাকে বারবার বলত আমার নাকি পাসওয়ার্ড ভুল ?? আরি কি যন্ত্রণা ? আমি তো ঠিক পাসওয়ার্ড দিতাম ? তাহলে ?? কোন ভাবেই সামু আমাকে ঢুকতে দেয় না ... বারবার নতুন পাসওয়ার্ড পরিবরতন করেও কিছু হয়না। এক মাস ধরে আমি প্রায় প্রতিদিন সামুতে ঢুকার চেষ্টা করেছিলাম। সবচেয়ে কষ্ট লাগত যখন দেখতাম সবাই পোস্ট করতে পারছে।

কমেন্ট করতে পারছে, খালি আমি পারছি না। যাই হোক অবশেষে সামু আমাকে ঢুকতে দিল একমাস পর। আজকে হঠাৎ করেই সামুতে ঢুকতে পারলাম ...। ধুকেই ভাবলাম এই লেখাটা লিখি । তা নাহলে দেখা যাবে যে আবার আমাকে এক দুই মাস ঢুকতে দিছে না।

আমি “অলস ঘোড়া” নিক নিয়ে সামু তে আসছি আর সামু নিজের অলসতার কারনে একমাস ঢুকতে দিলনা। তারপরও আমি সামু কে ভালবাসি। ভালবাসতে চাই প্রতিটা ব্লগারের লেখাকে। আমি শুনেছিলাম সবুরে নাকি মেওয়া ফলে। দেখি দীর্ঘ একমাস পর সামুতে আসার পর আমার সামুর বাকি জীবনটা কতটা মিষ্টি হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.