আমাদের কথা খুঁজে নিন

   

পড়ন্ত আমি



সেদিন ডিসকভারি চ্যানেলে একটা অনুষ্ঠান দেখছিলাম। নাম 'True Stories''। ওখানে একটা ঘটনা এরকম, এক স্কী চালক বরফে ঢাকা অনেক উঁচু এক পাহাড় থেকে স্কী চালিয়ে পাহাড়ের পাদদেশে পৌছানোর পরিকল্পনা করেছে। কিন্তু স্কী শুরু করবার কয়েক সেকেন্ড পরেই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রন হারিয়ে শুরু হলো তার পতন।

সে যেন অনন্ত কাল ধরে, পড়ছে তো পড়ছেই। বরফ ভেদ করে বের হয়ে থাকা কিছু নগ্ন পাথরে আছড়ে পরছে সে, আঘাত লাগছে সজোরে, প্রতিটি আঘাতের পরে মনে হচ্ছিল তার জীবন প্রদীপ নিভে গেছে। পুরো সাড়ে তিন মিনিট এভাবে রুক্ষ পতনের পর এক স্থানে এসে স্থির হয় সে। পরে দেখালো হাসপাতালের বেডে শুয়ে দিব্যি হাসছে সে। একটি পা ভেঙ্গে যাওয়া এবং আরও কয়েকটা হাড়ে সামান্য চিড় ধরা ছাড়া আর কিছুই হয়নি তার।

পুরো ব্যপারটি ভয়ানক রকমের রোমহর্ষক। একটু পরেই হঠাৎ আবিষ্কার করলাম আরে, এ তো আমার জীবনেরই ঘটনা । পার্থক্য হলো আমি এখনও পড়ছি। পড়ছি তো পড়ছি। যেন অনন্ত কালের পতন।

চারিদিক থেকে আঘাত আর আঘাত। আমার এই পতন এখনও থামেনি। জানিনা জীবনে কতটা চিড় ধরাবে এই পতন। পতন শেষে আদৌ আলো জ্বলবে কিনা তাও জানিনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।