আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রদূত এনামুল কবির শুধুই ঘুমান

ফ্রান্সের প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এনামুল কবির বড়ই ক্লান্ত। অফিসে এবং অফিসের বাইরে যখন তখন ঘুমিয়ে পড়েন। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা নিজ দেশের সরকার প্রধানের বক্তব্য কোনো কিছুই তার কাছে কোনো গুরুত্ব বহন করে না। তিনি শুধুই ঘুমান। ঘুমাতে ঘুমাতে পাশে বসা ব্যক্তির গায়ে এলিয়ে পড়েন।

এ বছরের প্রথমার্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সময় এবং ইউনেস্কোর সদর দফতরে একটি আন্তর্জাতিক সেমিনারে রাষ্ট্রদূত এনামুল কবিরের ঘুমানোর দুটি ভিডিও বাংলাদেশ প্রতিদিনের সংগ্রহেও আছে। প্রধানমন্ত্রীর সর্বশেষ ফ্রান্স সফরে গত ২৫ মে প্যারিসের হোটেল কন্টিনেন্টালে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে 'প্রবাসী নারী সমাজ'র ব্যানারে শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিশেষ অবদানের জন্য প্যারিসের দোফিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শেখ হাসিনাকে স্বর্ণপদক ও ডিপ্লোমা দেওয়া হয়। সেদিনই বিকালে সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী, মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার ও ইউরোপ শাখা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। ভিডিওচিত্রে দেখা যায়, রাষ্ট্রদূত মো. এনামুল কবির প্রধানমন্ত্রীর ভাষণের পুরো সময় তার আসনে বসে ঘুমাচ্ছেন।

ঘুমাতে ঘুমাতে রাষ্ট্রদূত তার পাশে বসা ব্যক্তির কাঁধে এলিয়েও পড়েন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার এসএসএফ'র এক সদস্য এ সময় সরে এসে রাষ্ট্রদূতের সামনে এসে দাঁড়ান। দূতাবাসের এক কর্মকর্তার মন্তব্য, না হলে হয়তো প্রধানমন্ত্রীর মঞ্চের দিকে পড়েই যেতেন রাষ্ট্রদূত। এর আগে, গত ২২ ফেব্রুয়ারি প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে বাংলাভাষার উপর এক আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে ইউনেস্কো। দুই দিনের এ সেমিনারে ইউনেস্কো নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজা ব্যানার্জি, সংস্কৃতি বিভাগের সহকারী পরিচালক ফ্রান্সিস রিভিয়া উপস্থিত ছিলেন।

এ ছাড়াও কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, আলজেরিয়া, জাপানসহ প্রায় ২৫ দেশের প্রতিনিধিরা বাংলাদেশের একুশে ফেব্রুয়ারির গুরুত্ব নিয়ে আলোচনা করেন ও শ্রব্ধা জানান। সেমিনারে বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদূত এনামুল কবিরও বক্তব্য রাখেন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তাকে উদ্দেশ্য করেই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলেন বিদেশিরা। কিন্তু এ সময়ও নিজের চেয়ারে ঘুমিয়ে পড়েন রাষ্ট্রদূত। ভিডিও চিত্রে দেখা যায়, সেমিনারে উপস্থিত একাধিক ভিনদেশি প্রতিনিধি রাষ্ট্রদূতের এ ঘুমের বিষয়ে নিজেদের মধ্যে কৌতুককর দৃষ্টি বিনিময় করেন।

কিন্তু রাষ্ট্রদূত বসে বসে ঘুমিয়েই কাটান প্রায় দুই ঘণ্টা। এমনকি তাকে অনুষ্ঠানের শেষে দূতাবাসের এক কর্মকর্তা রাষ্ট্রদূতের কাছে গিয়ে জানান সেমিনার শেষ। এরপর রাষ্ট্রদূতের ঘুম ভাঙে। পরপর একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ঘুমিয়ে পড়ার বিষয়ে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন রাষ্ট্রদূত এনামুল কবির। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন।

কারণ এই রাষ্ট্রদূতের মতে, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ১৯৮১ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া রাষ্ট্রদূত এনামুল কবির ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের পাশাপাশি ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি বাড়তি দায়িত্ব হিসেবে পর্তুগাল ও রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন। পেশাদার এ সফল কূটনীতিক ২০০৮ সালে প্যারিসে যোগ দেওয়ার আগে ভিয়েতনাম ও ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লন্ডনে বাংলাদেশের সহকারী হাইকমিশনার হিসেবেও দুই বছর দায়িত্ব পালন করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.