আমাদের কথা খুঁজে নিন

   

শিশিরের শব্দ

কখনও অনুভব করেছো কি? আত্মার কষ্ট যা শুধু শরীরে নয় ভেসে উঠে মুখে স্পষ্ট । কখনও উপলব্ধি করেছো কি ? হৃদয়ের কাছে টানা যা শুধু সুন্দর মুখ দেখে আনন্দিত হওয়া নয় এ যেন প্রেম ভালবাসার ষোল আনার দশ আনা । কখনও শুনতে পেয়েছ কি ? বাতাসের মায়া কান্না, ভোর অন্ধকার যা উজ্জ্বল জীবনকে ঠেলে দেয় অনেক দূরে কখনও বুঝতে পেরেছ কি ? সময়ের কথা বলা, যা বলে কখনো আস্তে, কখনো দ্রুত তাই সময়ের টানে জীবনের পথচলা কখনো শুনতে পেয়েছ কি? শিশিরের শব্দ যার পরশ ঠান্ডা, কোমল । যা জীবনে পদার্পণ করে চুপটি করে এ যেন শিশিরের শব্দহীন শব্দ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।