আমাদের কথা খুঁজে নিন

   

শিশিরের তারকা কার্টুন...!!!

আমি নির্বাক হয়ে গেলে তোমার পতন অনিবার্য !

শিশির স্যারের অনুমতি ছাড়াই তার কার্টুনগুলো পোস্ট করলাম। আশাকরি তিনি কিছু মনে করবেন না। আমি মাতব্বরি করে চারটি কার্টুন একসঙ্গে করে দিয়েছি। এই কার্টুনগুলি দৈনিক প্রথম আলোয় ছাপা হয়েছিল। দেখুন এবং উপভোগ করুন।

তৌকির আহমেদ: এক সময়ের জনপ্রিয় তারকা। বর্তমানে কিছুটা ফ্লপ হয়ে গেছেন। তারিন : বহুদিন ধরে জনপ্রিয়তা ধরে রেখেছেন। তানিয়া আহমেদ: আগের সেই জনপ্রিয়তা এখন আর নাই। আপু মুটিয়ে গেছেন।

অভিনয়েও এখন কম দেখা যায়। সুবর্ণা মুস্তাফা : এক সময়ের তুমুল জনপ্রিয় তারকা। কালের আবর্তে সেই যৌবন এখন আর নাই। কিন্তু তারপরও কিছুদিন আগে এক তরুণকে বিয়ে করে আলোচনায় এসেছিলেন। এক সময়কার ভালবাসার এই মানুষটি এখন সম্মানিত এক ব্যক্তিত্ব।

শমী কায়সার : জনপ্রিয় ছিলেন। এখন আর নাই। চরম রকম মুটিয়ে গেছেন। এক বিদেশীকে বিয়ে করেছিলেন। ছাড়াছাড়ি হয়ে গেছে।

তারপর থেকে একা...!!! অপি করিম : জনপ্রিয় এখনো আছেন। আর্কিটেকচার। বিয়ে করলেন জাপান প্রবাসী এক মেধাবীকে। পারিবারিক বিয়ে। জাপানে চলেও গিয়েছিলেন।

আবার ফিরেও এসেছেন। শোনা যাচ্ছে দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না। নোবেল : এক কথায় ভদ্রলোক। মডেলিংয়ে তুমুল জনপ্রিয়। টুকটাক অভিনয়ও করেছিলেন।

আমার জানামতে স্ক্যান্ডালবিহীন এক মানুষ। জাহিদ হাসান : ভালো অভিনেতা। কিন্তু অভিনেতা হিসেবে যতটা ভালো পরিচালক হিসেবে ততটাই মন্দ। মডেল মৌ-এর সঙ্গে দাম্পত্য জীবন ভালোই চলছে। অনেকের কাছে ঈর্ষণীয়ও বটে...!!! হুমায়ুন ফরিদী : আগা গোড়া মজার অভিনেতা।

তবে ব্যবহার একটু রাগচটা টাইপের। সুবর্ণার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর একাই আছেন। নোলক বাবু : প্রথম ক্লোজআপ তারকা। খোদাপ্রদত্ত গলা। তারকা হওয়ার পর উচ্ছন্নে গেছে।

নানা স্ক্যান্ডাল, গাঁজা-মদ তার প্রিয় সঙ্গী। এরই মধ্যে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি, দ্বিতীয় বিয়েও করেছেন। তবে একই সঙ্গে জনপ্রিয়তা হারিয়েছেন। ধীরে ধীরে হারিয়ে যাওয়ার অপেক্ষায়...!!! বিপাশা হায়াত : বাঙ্গালী ললনা বলতে যাকে বোঝায়, বিপাশা তারই একটি নাম। তারকা খ্যাতি পাওয়ার পরও সংসার আর বাচ্চাদের জন্য মিডিয়া থেকে নিজেকে গুছিয়ে নিয়েছেন।

তবে মাঝেমধ্যে তাকে পাওয়া যায়। আমার এক সময়ের স্বপ্নের রাণী। এখন মুটিয়ে গিয়েছেন। আমার কাছে আরো শিশিরের কার্টুন কালেকশন আছে। পরের পোস্টে আরও কিছু দিব।

সবাই ভালো থাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।