আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহের প্রস্তাবের ঘন ঘন আলোড়ন

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** বিবাহের প্রস্তাবের ঘন ঘন আলোড়নে উত্তোলিত চিত্ত অভিভাবকের চিন্তায় আমার মনও ব্যাপক চিন্তিত নিত্য তারপরও কেন দিতে চায় না মোর মন সায় তোমার কল্পিত ভালবাসায় মন বেধে রাখা দায়** ৩০-৩২ বছরের পাত্র সব==দেখতে কেউই বদখত নয় ২/৪ টি কোম্পানিয়ালা(MBA) বানিয়ে দিতে চায় সফটয়্যার ফারম চাকুরিজীবি কি কি করতে চায়......।। শুনি তাজ্জব হয়ে কিন্তু সব ছেড়ে যে আমার মন পড়ে আছে ওইখানে যেখানে তুমি বদের মত দাঁড়িয়ে দেখতে আমায় জানি না কাকে বরমাল্য দিব কোন বাদরের গলায় পড়াব রশি অচেনা মানুষকে ইদানিং আমার বাদর লাগে, ভাল বুঝলে লাগে মানুষ এখন বাদর পিটিয়ে মানুষ করার ধৈয্য নেই তুমি কই কোন বিপদে ফালালে আমায়(বদের তাড়ি দুষ্টু পাজি)** আব্বা তুমি কিছু বুঝাবুঝির আগেই কোন একটার সাথে ঝুলাইয়া দিতা আমি তখন বুঝে শুনে ঠিকই করে ফেলতাম সবকিছু এখন আমি নিজেই ........................মুক্তি চাই মুক্তি দাও এখন আমি আমার সুন্দর পৃথিবী গড়তে চাই ওর সাথে(জানি না কে সে?) ................................................???????????????

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।