আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহের আবেদনপত্র

একজন চরম বোরিং মানুষ, কোন এক্সসাইটমেন্ট নাই আমার মাঝে। চিল্লাপাল্লা ভালো লাগেনা।

যুগ যে কতটা পালটায় গেছে তা আমি আর বুঝে উঠতে পারছি না। আগে শুনতাম বিয়ের বর বা কনে দেখতে যেত, এখন রীতিমত আবেদন করে বর কনে বাছাই করা হচ্ছে। এমনকি বড় বড় পরিবারে বরের বা কনের জীবনবৃত্তান্ত এর উপরেও নাকি আজ বেশ গুরুত্ব দেয়া হয়।

অতি সম্প্রতি আমার এক বন্ধু আলিম এর মামা বেশ খরচ করে শুধুমাত্র বিয়ের নিমিত্তে আবেদন পত্র একটি ফার্ম থেকে বানিয়েছেন। আবেদন পত্রটি এরকম অনেক্টাঃ পুরোটা দিলাম না। MD. SHAMIM ............... Garidaha, Rahman nagar R.D.A. Sherpur,Bogra. Cell: । । ….............. Email : … Career Obiective To achieve a trustworthy position with integrity in your organization' Profile: . Fully committed to provide the highest standard effort in customer service; ' Target / Result oriented & Professional; . Able to handle public relations issues successfully; ' Have a sense of initiative and able to fit into multicultural environment; . Ability to function with a do-whatever-it-takes attitude; . proven problem-solving skill & able to manage multiple tasks simultaneously; ' Effective communicator with excellent interpersonal & organizational skills' . Able to work under pressure and for long hours; . Effective negotiator able to achieve win-win outcomes. আবেদনপত্র দেখে আমি রীতিমত হতাশ।

এই আবেদন পত্রের কনে পক্ষ বুঝবে কি? এর চাইতে আমি ভালো আবেদন পত্র লিখতে পারি। আসুন তাহলে দেখি আমার লিখে দেওয়া আবেদন পত্র কেমন হতঃ হ্যা অবশ্যি বাংলায়। মোঃ শামীম...... ঠিকানাঃ দিলাম সেটা যাই হোক ফোনঃ ই-মেইল। আবেদনের নিমিত্তঃ আপনার পারিবারিক সংস্থায় একটি নির্ভরযোগ্য স্থান লাভ সংক্ষিপ্ত জীবন কথা(profile এর বাংলা এর চেয়ে শুদ্ধ পাইলাম না) • আপনার পরিবারের সকল সদস্য এর প্রতি একান্ত নির্ভরযোগ্য • পরিবারের মান সম্মানের প্রতি অটুট শ্রদ্ধাশীল • লক্ষ্য ও উদ্দেশ্য পূরনে অবিচল • সকল প্রকার কাজ দ্রুততার সাথে, বিচক্ষনতার সাথে করতে সক্ষম • দীর্ঘক্ষন যাবত কাজ করতে সক্ষম। • পরিবার এবং আত্মীয় জন দের সাথে সুনিপুন ব্যবহার করতে পারদর্শী।

কর্ম অভিজ্ঞতাঃ  পদঃ“মা” এর একান্ত সহযোগী  সময়কালঃ জন্ম হইতে চলিতেছে  সংস্থাঃ জন্মসুত্রে প্রাপ্ত পরিবার  দায়িত্বঃ একনাগাড়ে মা কর্তৃক বকাঝোকা শোনা। মা কর্তৃক রান্নাকৃত সকল খাদ্য চর্বন দিনরাত মাকে কমবয়সী প্রমান করা মা এর আদরের একান্ত অধিকারী(ছোটভাই এর আগ পর্যন্ত)  পদঃ ‘বাবা” এর বিশ্বস্ত সহযোগী  সময়কালঃ জন্ম অবধি  সংস্থাঃ জন্মসুত্রে প্রাপ্ত পরিবার  দায়িত্বঃ বাবার বাজার করে দেওয়া বাবার পকেট এর রক্ষনাবেক্ষন পেপার এর রক্ষনাবেক্ষন ছোট ভাই এর প্রতি একান্ত দৃস্টি নিক্ষেপন  পদঃ “বড় বোন” এর একান্ত অনুচর  সময়কালঃ জন্মের আগ থেকেই মনে হয়  সংস্থাঃ এখন দুলাভাই পরিবার  দায়িত্বঃ সকল প্রকার চিঠি পাচার টাকার বিনিময়ে প্রসাধনী বাজার বড় বোনের হয়ে ওকালতি সর্বোপরি দুলাভাইয়ের টাক মাথার উপর সুদৃস্টি নিক্ষেপন শিক্ষাগত যোগ্যতাঃ টাকা আছে , বাড়ী আছে, বড়সড় গাড়ী আছে। টাক নাই, চশমা নাই, নাই পাকা চুল। কম্পিউটার শিক্ষাঃ ফেসবুক.................................আর গুলো নাই বলি। বিশেষ বিশেষ আলোকচিত্র দেখতে পারদর্শী।

প্রয়োজনীয় তথ্যঃ এখানে নাম ঠিকানা, বাবার নাম , মায়ের নাম থাকবে। ধর্ম দিতে ভুলবেন না অন্যান্য তথ্যঃ ডাক্তার মেয়ে হলে তার একান্ত ডায়াগনস্টিক সেন্টার থেকে সকল পরিক্ষার তথ্য সংযোজন করলে ভালো হয়। সর্বশেষ নাম লিখিয়া সাক্ষর করিবেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।