আমাদের কথা খুঁজে নিন

   

আমার বিবাহের বায়োডাটা

facebook/humayun.torab আমার এক বড় ভাই বিবাহ্ করিবে , তার বায়োডাটা ভাবছি..... -আমার নাম কাফাদ্দিউমিস্কা ছক্কু , ভয় পায়েন না , ছক্কু ডাকলেই চলবো , সামনের টা উচ্চারন করে দাঁত ভাইঙ্গেন না । পিতা-মাতা , ভাই-বোন , বাচ্চা-কাচ্চা নিয়ে আমার সংসার , ভয় পায়েন না , বাচ্চা আমার ভাই বোনদের , মেয়েদের দিকে কুনু দিন তাকাইলাম ই না আর বাচ্চা কাচ্চা তো আকাশ কুসুম ..... পাত্র হিসেবে ছউক্কু ( নামের বিবর্তন ) খুব ই ভালো , ঐ যে বলছিলাম যে মেয়ের দিকে তাকাই নাই কারন আমার আকর্ষন ছিলো একটু ভিন্ন , ভাই উল্টা পাল্টা ভাইবেন না । জন্মের পর থেকেই কুনু মেয়ের দিকে তাকাই নাই কারন আমার বউ এর দিকে তাকামু বলে । আমার বউ আমার সংসার । আমার গায়ের রঙ নিয়ে মানব সমাজে দ্বিমত আছে । আমার কথা হল আমি কয়লার চেয়ে ফরসা , চুলের চেয়ে কালো ... এটা নিয়ে একটা কবিতা আছে ..... " কালো যদি মন্দ তবে চুল পাকিলে কাঁদো কেনে ? " আমার কালো রঙ আমায় কষ্ট দেয় না , তবে মনে আঘাত পায় যখন দেখি আমার বান্ধবীর পোলারা আমাকে মামা বলে ডাকে , চাচাতো মামাতো বোনের পোলারা মামা বলে ডাকে মানতাম তাই বলে বান্ধবীর পোলারা ডাকবে , কেন বাবা বলে ডাকতে কি সমস্যা , জন্মের পর কি মুখে কেউ মধু দেয় নি ।আমার উচ্চতা আন্তর্জাতিক মানের । দেহের গঠন সাড়ে সাত প্যাক । আমার গর্বের বস্তু আমার ভুড়ি খান , এই ভুড়িতে একবার উঠে আমার বউ নিঃসন্দেহে নিজেকে হিমালয় পর্বত জয়ী হিসেবে ঘোষনা করতে পারে কারন এই পেট শুধু আমার না , দেশের ও গর্বের বস্তু ... এই পেট এর মধ্যে জায়গা এতো বেশি যেন আটলান্টিক মহাসাগর আরামে ঢুকে যাবে । প্রশান্ত মহাসাগর ঢুকবে কিনা একটু সন্দেহ আছে ... কয়েকটা টাইটানিক আরামছে চলতে পারে এই ভুড়িতে ... আমার ভুড়ি দেশের অহংকার ... আমি বিড়ি সিগারেট খায় না , শুধু মাঝে মাঝে ধূমপান করি , আমি পাত্র হিসাবে ১০১% ভালো , তবে সমস্যা একটাই , আমি বেকার সমাজের প্রতিনিধি ... তাই বউ এর দিকে তাকাই আছি ...  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।