আমাদের কথা খুঁজে নিন

   

গুজব

কালকে একজন আমার কাছে ফোন করেছে। ফোন করে বলে তুমি কি খবর তা জান? আমি বললাম কি খবর ? সে বলল তমদের সাথে পড়তো হাফিজএর সাথে কোন যোগাযোগ আছে নাকি? আমি বললাম না। সে বলল আজ তার মোবাইলে ফোন করেছিলাম। একজন মেয়ে ধরল । জিজ্ঞেস করল কাকে চান? সে বলল আপনাকে না ।

আমি হাফিজ কে চাই। মেয়েটি বলল হাফিজ নাই। তখন সে জিজ্ঞেস করল নাই মানে? সে বলল হাফিজ চার দিন আগে মারা গিয়েছে। এটা বলে কাঁদতে শুরু করল। যাই হোক এধরনের কিছু কথা হল।

এবং তা আমার কাছে বলল। আমি মন খারাপ করে। রাত জেগে ব্লগে ছোট করে তার জীবনী লিখলাম। সকালেও একজন ফোন করে বলল শুনছেন নাকি হাফিজ ভাই মারা গেছে? আমি বললাম হ্যাঁ শুনেছি। এভাবে খুব মন খারাপ করে কথা বললাম তার সাথে।

আরেকজন ফোন করল তাকেও আমি খুব মন খারপ করা গলা করে হাফিজ ভাইএর মৃত্যুর সংবাদ দিলাম শুনে সে আঁতকে উঠল। বলল কি বলেন! গতকালই তার সাথে কথা হয়েছে। তখন আমার খটকা লাগল। তার কাছ থেকে ফোন রেখে হাফিজ ভাইএর কাছে ফোন দিলাম। সে রিসিভ করল ।

তাকে সব কিছু বললাম । পরে আমি তাকে ঐ নাম্বর যোগার করে দিলাম। অতঃপর সে ঐ নম্বের ফোন করল করে আমার কাছে বলল যে ঐ মেয়ে কে সে চিনেনা । তার ঐমেয়ের নম্বরে প্রায়ই লোকজন ফোন করে হাফিজকে চায় । মেয়েটি বিরক্তি থেকে মুক্তি পেতে এই কথা বলেছে।

বন্ধুরা একটু ভাবুন মৃত মানুষকে জীবিত ফিরে পেতে কেমন আনন্দময়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।