আমাদের কথা খুঁজে নিন

   

এরাই মেয়র? এরাই কমিশনার?

andharrat@জিমেইলডটকম সিটি কর্পোরেশনের নির্বাচন শুরু হতে যাচ্ছে... শুরু হয়েছে প্রার্থীদের ভিক্ষার ঝুলি কাঁধে ফেলে, ভিতরের শয়তানীকে ঢেকে রেখে চেহারায় আর জিহ্বায় বিনয়ের গদ গদ রস ঢেলে, ভঙ্গিতে "অন্নগত প্রাণ" ভাব এনে মানুষের করুনা আর দোয়া চাওয়ার অভিনয় দেখলে ইচ্ছা করে বাসার সর্বনিকৃষ্ট, ছেঁড়া, পুরানা, দূর্গন্ধযুক্ত সেন্ডেল দিয়ে দুই গালে অনবরত চড়াতে। চড়ালেও তৃপ্তি মেলবেনা। যারা প্রার্থী হয়েছে তাদের অনেকের শিক্ষাগত যোগ্যতার অংশে লিখা আছে ৫ম থেকে ৮ম ক্লাস, কেউ কেউ লিখেছেন "স্বশিক্ষিত" অথবা লিখেছেন "সুশিক্ষিত" অর্থাৎ এরা দূর থেকে স্কুল ঘর দেখেছে মাত্র ঐখানে কী হয় না হয় জানতে পারেনি জীবনেও। এর পর আরো গল্প আছে। এদের অধিকাংশের আবার ২৫ থেকে ৫টি পর্যন্ত চমৎকার চমৎকার মামলা ও আছে এতে অবশ্য তারা প্রাউড্ ফিল করে কারণ এতো মামলার আসামী হয়েও পুলিশ মাইক্রোস্কোপ দিয়েও তাদের খুজেঁ পায়না তাই বলে ভাববেন না তারা জীবাণু থেকেও ক্ষুদ্র। মনে রাখবেন চোখের দেখাই সব কিছু নয়, ভেতরে অনেক যন্ত্রপাতি আছে। হ্যাঁ, এরাই নির্বাচিত হবে এবং এই আপনিই শিক্ষায়-মর্যাদায়-কর্মে সম্মাণীত হলেও এদের কাছে গিয়ে শুদ্ধ উচ্চারণে লম্বা একটা সালাম দিয়ে দস্তখত নেয়ার জন্য কাচুঁমাচু হয়ে দাঁড়াবেন। দুঃখ লাগে আপনার জন্য।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.