আমাদের কথা খুঁজে নিন

   

এরাই কি বুয়েট কর্মাসের ছাএলীগ ??

বেশি কিছু লেখলাম না ?? ছবিটা দেখুন !!! এর পরে বলুন !!! এরাই বুয়েটের কর্মাসের ......... একটি ছাত্রসংগঠন কতৃক নগরীর অভিজাত এলাকার কয়েকটি খ্যাতনামা স্কুলের পাশের দেয়ালে একটি বিখ্যাত বাণী সমৃদ্ধ লেখাটি পড়ে সবার মনে ভাবনা জাগতে পারে কাদের হাতে বর্তমান ছাত্র রাজনীতি এই ব্যাপারে। উল্লেখিত ছাত্রসংগঠনটি ''শিক্ষার শেকড় তেতো হলেও এর ফল সুমিষ্ট'' সাত শব্দের এই লেখা লেখতে মোট ভুল করেছে তিনটি। সবচেয়ে মারাত্নক বিষয় হলো লেখাটি শেষে তারা তাদের নিজের সংগঠনের নামটি লিখতেই ভুল করেছে!! আর সৌজন্যে এর কথা বাদই দিলাম। সামান্য এক আধটু ভুল হওয়া মেনে নেয়া যায়। কিন্তু একটি পাবলিক প্লেসে এতগুলো ভুলে লেখা দেয়ালিকা আমাদের কি ইঙ্গিত প্রদান করে? তাও আবার শিক্ষা নিয়ে লেখা দেয়ালিকা !!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.