আমাদের কথা খুঁজে নিন

   

কোটিপতি হতে কে না চায়??

শেষ বারের মতো সতর্ক করছি... এক দিকে হচ্ছে ওয়ালস্ট্রিট দখল আর আমাদের দেশে (দেশ টিভিতে) কে হতে চায় কোটিপতি। কে হতে চায়না কোটিপতি?? চারদিকে যখন বিত্ত বৈভবের আলোড়ন, গড়ম কালে এসির দোকান গুলোর রমরমা ব্যবসা, আইপিএস এর দোকানে ক্রেতার ভিড়। ঈদের হাট থেকে বাছাই হচ্ছে বড় বড় গরু, সাথে যাচ্ছে ট্রাক ভরে দামি ফ্রিজারেটর। চৌধুরি সাহেবের নাতি পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে । মাসিক বেতন নাকি ত্রিশ হাজার টাকা।

আমার ছেলেটা যদি....। রফিক সাহেব একটি নতুন প্রিমিও গাড়ি কিনেছেন। করিম সাহেব বসুন্ধরায় একটি বাড়ি ( হোকনা তা ব্যাংক লোন নিয়ে )। তাতে কি হয়েছে? মানুষের তো বড় হবার আকাংঙ্খা থাকতেই পারে। পারেনা? হুম পারে।

খুব পারে কিন্তু আকাংঙ্খার এই যে কৃত্তিম সহজলভ্যতা আমি তার কথাই বলছি। গ্রামের একজন কৃষক ঢাকা শহরে জমি কেনার স্বপ্ন দেখেনা। রিক্সা ওয়ালা রিক্সা চালিয়ে একটি টয়োটা কেনার স্বপ্ন দেখেনা। একটি গার্মেন্স শ্রমিক যে গাদাগাদি করে একরুমে পাঁচ সাত জন থাকে তার তো একটি এসি কেনার স্বপ্ন থাকতে পারেনা। ইটভাটার শ্রমিক, নির্মান শ্রমিক একটি বাড়ি করার স্বপ্ন দেখেনা।

ফুটপাতে যারা ঘুমায়, রাস্তায় যারা ঝালমুড়ি বিক্রি করে, যারা ভিক্ষা করে তাদের কথা বাদই দিলাম। না তারা কোটি টাকার স্বপ্ন দেখেনা। এবং স্বপ্ন দেখার আপাদত কোন সম্ভাবনাও নাই। তবে কারা গাড়ি কিনছে, বাড়ি কিনছে, এসি লাগানে অফিস বানাচ্ছে? নিশ্চয় আমার মতো আট দশ হাজার টাকার কোন কর্মচারি নয়? এমন কি দশ বিশ হাজার টাকা বেতনের কোন অফিসারও নয়। কোটি পতি হওয়ার কোন সম্ভাবনাও তাদের নেই।

কিন্তু স্বপ্ন তাদের আছে। এই আছো টাই" সম্ভাবনাহীন স্বপ্ন" এই সম্ভাবনাহীন স্বপ্ন পূরনের জন্য আলাউদ্দিনের চেরাগের মতো কিছু একটা পাওয়া দরকার। এবার আসি বিদ্যুত নিয়ে। ঘনঘন লোড শেডিং হওয়ার কারনে নিয়মিত ব্লগিং করা যাচ্ছেনা, অভ্যস্ত হয়ে যাওয়ার কারনে মোমের আলোয় পড়া যাচ্ছেনা, বিদ্যুতের জন্য পানি উঠছেনা, রান্না হচ্ছেনা, বাথরুম হচ্ছেনা কিন্তু প্রতিকার কি? হাতে টাকা থাকলে সহজ উপায় আছে একটা ভাল মানের IPS । কিন্তু যার টাকা নেই।

তিনিও হয়তো পরশু কিনবেন। যিনি পরশুও কিনার কোন সম্ভাবনা নেই। তিনি নিশ্চয় সেই সম্ভাবনাহীন একটা স্বপ্ন দেখবেন। দেখুন স্বপ্ন দেখুন। টাকা ছাড়া কেবল স্বপ্নই দেখা সম্ভব।

কিন্তু এক খান কথা জানতে বড় ইচ্ছে হয়। বিদ্যুতের লোড শেডিংয়ের সময় রাস্তায় যখন মিছিল হয়। আপনি তখন কি করেন?? বিদ্যুত উৎপাদন বাড়ানোর দাবীতে যখন প্রধান মন্ত্রিকে স্বারক লিপি দেয়া হয় আপনি তখন কি অবস্থান নেন? হয়তো আপনি কিছু করেন না। আরামেই ঘুমান। ঘুমতো আপাদের জন্যই।

যদি বিদ্যুতের দাবিতে হাসপাতালে অপারেশান বন্ধ থাকে বা দেরি হয়? আপনি নিশ্চয় ২৪ঘন্টা জেনারেটর সুবিধা আছে এমন হাসপাতালের সন্ধান করেন। এবং পেয়েও যান। এই আপনাদের সংখ্যা কিন্তু কম না ? ক্রমশ আরো বাড়ছে। এবার বলবেন বাড়লে আমাদের কি ক্ষতি? ক্ষতি আছে । আগে আমরা লোডশেডিং এর পরেও যে বিদ্যুত পেতাম আপনার অত্যাধুনিক যন্ত্রপাতি, আইপিএস সেই অল্প বিদ্যুতেও ভাগ বসাচ্ছে।

আপনারা আলোকিত হচ্ছেন, আমরা অন্ধকারে তলিয়ে যাচ্ছি। ক্রমশ আপনার সংখ্যা বৃদ্ধিতে আমাদের যে বিলুপ্তির পথ ধরতে হচ্ছে বিদ্যুত নিয়ে তার একটি উদারহণ দিলাম আরকি। এবার বলুন তো আপনারা কারা? একজন শ্রমিক সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যেখানে তিনবেলা খাবার যোগাতেই হিমসিম খাচ্ছে সেখানে আলাদিনের চেরাগ দিয়ে আপনি সব পেয়ে যান না চাইতেই। আপনি কি জানেন আপনার সেই সম্ভাবনাহীন স্বপ্ন আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে আপনাদের? হয়তো আপনারা তাই চাইছেন। আপনা এই জনিবচ্ছিন্ন করাটা কোন অলৌকিক দৈত্যের কাজ নয়।

স্বপ্ন দেখা খারাপ তো কিছু নয়। মানুষ তো স্বপ্ন নিয়েই বাঁচে। কথায় আছেনা" মানুষ তার স্বপ্নের সমান বড়" ইত্যাদি ইত্যাদি..। জ্বি ভাই। স্বপ্ন নিয়ে বাঁচে হয়তো কিন্তু স্বপ্ন নিয়ে মরেও।

যে স্বপ্ন পূরন হওয়ার নয় এমন স্বপ্ন আপনাকে বাঁচায় কি করে?? বিশ্বাস হচ্ছেনা। তাইনা? এবার দেশ টিভিতে" কে হতে চায় কোটিপতি" অনুষ্ঠানে SMS এসেছে ৭,০০,০০০( সাত লাখ )। তার মাঝে কোটিপতি হয়েছে কয়জন? কোটিপতি হয়নি কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে তাদের মনে। এই অনুষ্ঠানের মাধ্যমে কি সবাই কুটিপতি হওয়া সম্ভব? তা আপনিও জানেন সম্ভব নয়। কিন্তু সবারই সম্ভাবনা থেকে যায় কোটিপতি হওয়ার।

এই যে আপনি কোটিপতি হওয়ার সম্ভাবনায় আছেন, আপনি কি মনে মনে নিজেকে কোটিপতি পরিবারের সদস্য হিসেবে কয়েকবার ভাবেন নি? ভেবেছেন নিশ্চই। আলাদিনের দৈত্যের সহযোগিতা পেলে আপনিও হয়ে যাবেন কোটিপতি। যেহেতু আপনার কোটিপতির সম্ভাবনা থেকে যায় , তাই কোটিপতিদের প্রতি কোন ঘৃনা বা শ্লাঘা কি করে অনুভব করবেন? আপনি যা হতে চান তার বিরুদ্ধে আপনার মত থাকতে পারেনা। পারে কি? কোটিপতির দল থেকে আপনি কি সাধারন মানুষের অধিকারের আন্দোলনে ফিরে আসতে পারবেন????:? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.