আমাদের কথা খুঁজে নিন

   

Relationship status: বুঝতেছি না চিন্তায় আছি

ব্লগ লেখা-পড়া মজা ভারী .....অনেক লেখাই দরকারী (গোলাপী রঙ ভালোবাসত আর আমার প্রথম ভালোবাসা ছিলো যে মেয়েটা তার জন্য কবিতা) সত্যি বলছি- সবই জানি দিয়ে কসম কিরা, আমার কাছে ভালোবাসা যা তোমার কাছে পীড়া। তুমি ভাবো বন্ধু শুধু আমি ভাবি প্রিয়তমা তাইতো নিত্য দেও যে ফেলে ভালোবাসা যা দেই জমা। অলিন্দ-নিলয় চারটা জুড়ে তুমিই শুধু আছো ফোনটা আমি রাখলে পড়েই হাঁফটা ছেড়ে বাঁচো!!! তোর জন্য এত্ত কেন খারাপ লাগে বল? কেমন করে কোত্থেকে তুই শিখলি এত ছল? "ভালোবাসি" বলতে বলতে মুখে তুলেছি ফেনা, যতই টাকা থাকুক তোমার যায়না এটা কেনা। অপেক্ষা করলে তোমার জন্য তুমি হও বড্ড বিরক্ত বুঝো না কেন তোমার "মিস ইউ" টেক্সট এর আমি দারুন ভক্ত। জানি আমি অবুঝ অনেক বুঝতে চাইনা সহজে একবার ফোনে বোঝাও মোরে দারুন লাগে কী যে!!! তোমায় নানান নাম যে দিতে আমার লাগে বেশ।

ভাবতে ভাবতে যাই হারিয়ে তোমার সেই যে কালো কেশ। পানির বোতল নিয়ে তুমি দাও যে ব্যাপক জ্বালা, কিন্তু উঠলে কাশি,খাইলে পানি তখন লাগে ভালা ঠিক তখনি বুঝি তুমি কেয়ার করো ক্যালা? দিনে রাতে টেক্সট মেসেজে তোমায় শুধু জ্বালাই তোমার পড়াশোনা আর কাজের মাঝে হয়ে যাচ্ছি বালাই। যখন গাল ফুলিয়ে, ভ্রঁ কুঁচকিয়ে রাইগ্যা বলি "পালাই" সেই তুমিই রাখো ধরে তখন লাগে ভালাই বুঝতে পারি,"বাড়াবাড়ি করতেছি আমি একা শালাই"। মাঝে মধ্যে তোমার কড়া কথায় চুপ করে যখন থাকি, পর মুহূর্তে নিজে নিজেই ভেজাও কেনো আখিঁ??? তোমার সব কথাতে সত্যি আমার উপকার হয় খুব তোমার রাগের আগ্নেয়গিরিতে তাই সাঁতরে দেব ডুব। এই মুহূর্তে চিনি তোমায় পর মুহূর্তে ভয় হয়তো এটাই স্বাভাবিক, এরেই ভালোবাসা কয়।

ফেসবুকেতে তুমি একদম সেলিব্রেটি মানুষ স্ট্যাটাস-কমেন্টে আমার পাত্তা দাও না, আমি ফাটা ফানুশ?? গানের মিলে মাঝে মাঝে অবাক আমরা জনা দুই!! বোধের দিক থেকে আমি পুঁটি আর তুমি জ্ঞানী রুই। আমি তুমি কেমন আছি সেটা আমরা দুজনি জানি ভালো বাইরের লোক মন্দ বলে, হাস্য করে আর কারো কারো মুখ কালো। আমার তোমার মাঝখানেতে আর তো কিছুই নাই, এই কবিতায় বন্দী করলাম অল্প যা ছিলো তাই। একলা মানুষ ছিলাম আমি থাকবো একেলাই, হঠাত তোমার আগমনে life ছিলো হাই-ফাই। যেমন ছিলে তেমন থাকো সুখে থাকো বেশ, এই কামনায় এই কবিতার করে দিলাম শেষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.