আমাদের কথা খুঁজে নিন

   

আমি কাঁদতে চাই, চিৎকার করে, আজ আমি অনেক পরিশ্রান্ত

হে সৃষ্টি কর্তা তুমি প্রত্যেকটা সৃষ্টিকেই রক্ষা কর, জাতিতে জাতিতে বেদাবেদ দূর কর....... জীবনের ২৩টি বছর পেরিয়ে ২৪এ পা রাখতে যাচ্ছি। কিন্তু কি পেলাম কি হারালাম কোন হিসাব কি মিলাতে পেরেছি? পারিনি, কারন হারানো আর পাওয়ার হিসাব যে আমার কাছে নেই। যতটুকু পেরেছি শুধুই দিয়েছি, পাব এই আশ যে কোন দিন করিনি। করব কেন যাদের কে দিয়েছি তারাত আমার শরীরের একটা অংশ। কিন্তু পাওয়ার পর কি কোন এক বার জিঙ্গাসা করেছে কি করে, কি ভাবে দিলাম? করেনি, কারন প্রশ্ন করার সময় ওদের কারই ছিলনা।

শুধু পেয়েছে আর সব টুকুই নিয়েছে। আমার বয়স তখন ১৭ লেখাপড়া ছেড়ে শুরু করলাম ছোট্ট একটা ব্যাবসা, ইচ্ছাত শুধু একটাই সবাই সুখে থাকবে। যখন বন্ধুদের সাথে নিয়ে আড্ডা দেবার সময়, চষে বেড়ানোর কথা, এই প্রান্ত থেকে ঐ প্রান্তে তখন যে আমি বন্দি, আমার কাধেঁ যে সংসার নামক হালের জোয়াল। যতই কষ্ট হোক বয়তেযে আমাকে হবেই। অনেক পথ পারিদেয়া ক্লান্ত পথিকের মত আমি বসে পরেনি, বরং দৌওর দেবার জন্য পথ খুজেছি।

পারি দিয়েছি দেশের সিমানা পার হয়ে সদূর সিঙ্গাপুর কাজ পেয়েছি কন্সট্রকশন এর শ্রমিক হিসাবে। কাটিয়ে দিয়েছি ছয়টি বছর। কিন্তু এই ছয়টি বছর কি দিয়েছে আমাকে? শুধু হারানোর পথ দেখিয়েছে। আজ এত যদি কেহ জানেন সিঙ্গাপুর কন্সট্রাকশন ওয়ার্কার এর কি কষ্ট আমার বিশ্বাস কেহ তার আপন জন দের মাঝথেকে চাইবেন না সিঙ্গাপুর যাক। সহিতে পারিনা বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যা আসে কই মুখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.