আমাদের কথা খুঁজে নিন

   

তারিখটা সুন্দর কিন্তু আমার ভাগ্যটা খারাপ।

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার। আজকের তারিখটা খুব সন্দর, ১-১১-১১, সবগুলো ১ (এক)। কিন্তু আজকের তারিখটার মত হয়তো আমার ভাগ্যটা আজ সন্দর না। আমার মনটা আজ খুব খারাপ, কিন্তু লোকের জন্য আমার মনটা আজ আশাহত। যাদেরকে সবসময় ভাল জানতাম, তাদের ভাল করার চেষ্টা করতাম তারাই আমাকে ভুল বুঝতো।

যখন আমার কথা সত্যি হল এবং তাদের কোন ক্ষতি হল তখন তো আর মানতে পারি না। নিজের কাছেই খারাপ লাগে। কি করবো ঠিক বুঝতে পারি না। তখন একবার মনে মনে ভাবি, ভালই হয়েছে, তার শাস্তি হওয়া দরকার ছিল। কিন্তু পরক্ষণেই মনে হয় না এটা ঠিক হয়নি।

তার জন্য কিছু করা দরকার। কিন্তু কি করবো, সে তো যা হারানোর তা আগেই হারিয়ে ফেলেছে। এখন আমি কি করবো জানি না। আমার কি করা উচিত তাও বুঝতে পারছি না। আসলেই আমি একটা বোকা।

নইলে কেন অন্যের বিপদকে নিজের ঘাড়ে নেব। কেন নিজের ক্ষতি করে অন্যের উপকারের জন্য বারবার এগিয়ে যাব। তবে এই ঘটনার জন্য যে দায়ী তাকে আমি কখনও ক্ষমা করবো না। প্রথম প্রকাশঃ আমার দিনকাল । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।