আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ কোথা থেকে আসে আর কোথায় যায় ?

প্রদীপ হালদার,জাতিস্মর। মানুষ কোথা থেকে আসে আর কোথায় যায় ? পৃথিবীর সব মানুষকে আমি প্রশ্ন করলাম- বলুনতো মানুষ কোথা থেকে আসে আর কোথায় যায় ? এর উত্তরে নানান জনের নানান মতামত । আমি কি বলি শুনুন । " মানুষ কোথা থেকে আসে"-এই প্রশ্নের উত্তর দিই। আমরা প্রত্যেকেই জানি এবং দেখেছি যে মানুষ মায়ের গর্ভ থেকে আসে ।

মায়ের গর্ভ থেকে দু রকমের মানুষ আসতে পারে- নারী অথবা পুরুষ । আবার এই নারী বা পুরুষ মৃত বা জীবিত হতে পারে । যার সৃষ্টি নেই তার ধ্বংস নেই । আর সৃষ্টি হলেই ধ্বংস হবে- বিজ্ঞানীদের কথা নাকি । আমি আগে ছিলাম না , তাহলে আমার জন্ম মানেই আমার নতুন সৃষ্টি ।

আর মৃত্যু মানে কি আমার ধ্বংস ? আমি বলি -না । আমি বলি জন্ম মানে- দেহ এবং প্রাণের মিলন । দেহ এবং প্রাণ একত্রিত হয়ে মানুষের জন্ম । আবার দেহ আছে অথচ প্রাণ নেই এমন মানুষের জন্ম হতেই পারে। আর মৃত্যুর অর্থ হলো- দেহ এবং প্রাণ আলাদা হয়ে যাওয়া ।

দেহ থেকে প্রাণ আলাদা হলেই মৃত্যু। মানুষের মৃত্যুর পর দেহটা আমরা দেখতে পাই। প্রাণটা দেখতে পাই না। দেহটাকে ধ্বংস করতে পারি। কিন্তু প্রাণ ধ্বংস করবো কি করে ? প্রাণ যেখান থেকে এসেছিল প্রাণটি সেখানেই ফিরে যাবে ।

তাই মৃত্যুর পর প্রাণ ভূত হয়ে ঘুরতে থাকে । তারপর এই প্রাণ-ভূত মানুষের শরীরে ঢোকে আবার বের হয় , এই রকম করতে করতে এক সময় প্রাণ-ভূত মায়ের গর্ভে ঢোকে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.