আমাদের কথা খুঁজে নিন

   

রাশেদ খান মেননের চিৎকার , বিড়ালের মুখে বাঘের হুংকার

আমি, কথা কম -কাজ বেশীতে বিশ্বাসী...... তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিঠির লং মার্চ বর্তমানে ময়মনসিংহে অবস্হান করছে । ঢাকা থেকে দেশের প্রাচীন বুদ্ধিজীবী এবং বাম ধারার সংগ্রামী নেতারা এসেছেন। এদের মধ্যে রাশেদ খান মেনন অন্যতম । শেরে বাংলার যোগ্য নাতী (যার বোন আবার বিএনপির সাবেক মন্ত্রী ,এবং তার সাথে নির্বচন করেও তিনি ফেল করেছেন) মেনন সাহেবের বক্তব্য শুনার জন গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে হতাশ করেছেন।

সেই সরকার -ঐ সরকার ,সেই প্রধান মন্ত্রী -ঐ প্রধানমন্ত্রী কী করেছেন তা বলেছেন । কারো নাম বলতে উনার খুব লজ্জা । যাক ১৮ মিনিটের ভাষণের শেষ পর্যায়ে এসে তিনি হুংকার দিলেন । বর্তমান সরকার (এই প্রথম উচ্চারন ) কে আমাদের দাবী মানতে বাধ্য করা হবে। বর্তমান সরকারের উনি কী কোনো অংশ কী না ? যদি ১৪ দলের একদল তার দল হয়ে থাকে তবে তিনি দাবি নিয়ে সরকারের ভেতর আলোচনা করেন না কেনো ।

যদি করে থাকেন ,আর সরকার বৃহৎ শক্তি তা না মানে তাহলে তিনি পদত্যাগ করেন না কেনো । না উনিও ভাগ নিবেন সরকারের কাছ থেকে চট্রগ্রামের বাম নেতা মঈনুদ্দিন খান বাদলের মতো । আপনি বাঘের নাতি ,আপনি ভেজা বেড়ালের মতো মিউ মিউ করলে অন্য বাম নেতারা কী করবে । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।