আমাদের কথা খুঁজে নিন

   

সামান্য আমি অসামান্য, নগণ্য আমি অগ্রগণ্য

আমি ERP বুঝি না। এ ভুবনে আমি সামান্য। কিন্তু আমি সামান্য হলেও সামান্যতায় আমার স্বস্তি নেই। তাই আমি SAP/ERP নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা (চনার ওপর আলোকপাত—এই অর্থে) করি RACO-তে, BHO-তে, Lake Castle-এ, Birulia-তে, SMS আর CEC সভাতে। আমার দায়িত্ব অন্যত্র হলেও, তাতে কী? সেই পদে বসেই কর্মঘন্টায় সবেতনে আমি BPO-দের Process Knowledge নিয়ে পরিহাস করি, ERP-তে আলোচনার ঝড় তুলি।

সেই ঝড়ের তান্ডবলীলায় পূর্ববর্তী Project Manager-এর বস্ত্রহরণ হয়, top management কুপরামর্শে বিপথগামী প্রমানিত হয়। । Top management আর Project Team কে দীর্ঘকর্ণ প্রমান করি। আমি হলে Project কীভাবে চালাতাম, বলি। আমার মত বুদ্ধিবেচা ঘুঘুর বুদ্ধি নিলে SAP-র কোন module-এর কোন বিচ্ছিরি সমস্যাটি কোন মন্ত্রবলে দূর হয়ে যেতে পারত, তাও বলি।

আমি SAP/ERP-তে সামান্য নই; নগণ্যতো নই-ই। তন্দ্রাবিলাস-প্রসূত কল্পিত SAP system –এর বর্ননায় আমি বুদ্ধিদীপ্ত কথার ফুলঝুরি ফোটাই। কতিপয় শ্রোতা বিমোহিত হয় এবং কতিপয় ভ্যাবাচ্যাকা খায়। তাতে আমার চোখ-মুখ আর নূরানী চেহারা আন্ন্দে উৎফুল্ল হয়, বুকটা আত্মবিশ্বাসে (মেকি) ফুলে-ফেপেঁ ওঠে। তলপেটে আমি consultancy idea-র প্রসব্বেদনা অনুভব করি।

যদিও জানি এই ভ্রূণ miscarriage হয়ে যাবে, কোন দিনই পৃথিবীর আলো দেখবে না। ভেতরে ভেতরে আমি ঠিকই জানি, আমার ERP-র কোন Module-এর কোন দক্ষতাই নেই। তবু সামান্য আমি অসামান্য। নগণ্য আমি অগ্রগণ্য। আমি বক্তা, আমি SAP কনসালটেন্ট।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।