আমাদের কথা খুঁজে নিন

   

সামান্য কথা

মাঝে মাঝে নি:সঙ্গতা গ্রাস করে আমায়, জীবনের মানে খোঁজা তখন আমাকেই মানায়

সেদিন টিএসসি র কাছে দেখলাম বিনামূল্যে ইনজিল বা বাইবেল বিতরন করা হচ্ছে। আমি একটা সংগ্রহ করলাম। ব্যাপারটা বেশ কৌতুহলউদ্দীপক। কেন এভাবে বিলানো হচ্ছে আমি ঠিক বুঝলাম না। ভিতরে একটা লীফলেট ছিল।

তার বক্তব্য এরকম যে, পবিত্র কোরআনে আছে যে, আল্লাহতাআলা আসমানী কিতাবের হিফাজতকারী। তাই ইনজিল থেকে যে তার প্রকৃত বানী লুপ্ত হয়েছে তা ভুল ধারনা। কিন্তু আমরা সবাই জানি পবিত্র ইনজিলের প্রকৃত বানী খুব নগন্যই আছে বাইবেলে। এবং খ্রীস্টানেরাও গবেষনা করে দেখেছে যীশুর পকৃত বাণী বাইবেলে অল্পকিছূ আছে। কারন তারা ইচ্ছেমত বাইবেল সংশোধন করছে।

পৃথিবীতে প্রায় ২৪০০০ রকম বাইবেল রয়েছে। আর আল্লাহপাক বলেছেন পবিত্র কোরআনের কথা যে তিনি এর হিফাজতকারী। এবং এ কথাও সত্য, কোরআনের অর্থের সামান্যতমও পরিবর্তন হয়নি। অন্যান্য আসমানী কিতাবও নিশ্চয়ই পরিবর্তন হয় নাই এক অর্থে। কারন সত্য অপরিবর্তিত।

মানুষ হয়তো সংরক্ষণ করতে পারে নাই সেটাই সমস্যা। সে যাই হোক, বাংলাদেশের মত দেশে কোরআনের আলোকে বাইবেলের সত্যতা জাহির করার পিছনে নিশ্চই কোন কারন আছে। আমি আরও শুনেছি, বাংলাদেশের বিভিন্ন গরীব জায়গায় চার্চ প্রতিষ্ঠা করা হত। কারন দরিদ্রদের ধর্মে টানা সোজা। এটা অবশ্য খুবই সেনসিটিভ বিষয়।

আমি ক্ষমাপ্রার্থী। মন্তব্য চাই না। তবে বিনামূল্যে বিতরন সম্পর্কে কিছু জানলে জানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।