আমাদের কথা খুঁজে নিন

   

সামান্য কিছু কথা

ছোট একটি সপ্ন সাথে কিছু আশা, প্রহর গুনছি সাথে নিয়ে তোমার ভালবাসা

আমার বয়স খুব বেশি বলা ঠিক হবে না। আপনাদের চেয়ে হয়তো জীবনের experience অনেক কম। জীবনে চলার পথে অনেক ধরনের মানুষের সাথেই পরিচয় হয় আমার। কিন্তু তার ভিতর খুব অল্প কিছু মানুষের সাথে সম্পর্ক টিকে রয়েছে। যাদের সাথে নেই তদের মধ্যে নামমাত্র কয়েক জনের কথা মনে আছে।

বাকি সবাই নিজের অজান্তেই হৃদয় ও মস্তিষ্ক উভয় থেকে হারিয়ে গেছে। তাদের এভাবে ভুলে যাওয়ার কারন হল শুধু শুধু তদের কথা মনে রেখে সময় নষ্ট করার কোনো যুক্তি নেই। - আরে রিয়া!!!! কি অবস্থা তোর?? - !!! @@ @@ !!! ইয়ে ..... হ্যা ভালই আছি। তোর কি খবর? - এইতো চলতেছে আরকি.... - তারপর.... - U still look the same as before. - Before.......? সরি , তোমাকে চিনলাম না। - ক্লাস 5, 6, 7 একসাথেই পরছি।

We used to be good friends. - ইয়া আল্লাহ!!!! তোকে একেবারে চিনি নাই রে.... - হুম.... তা আমি বুঝতে পারছি । - আসলে কাজের এতো চাপ আর দেখাও তো প্রায় ১০ বছর পরে। - হ্যা ঠিক বলছিস। ( হ আমার তো আর কোনো কাম কাজ নাই, তাই তোরে মনে রাখসি। আর তোর ১০ বছর তো আমার ১ দিন তাই না? ফাযিল মাইয়্যা ) - তুই আজকাল কই আছিস? কি করা হয়? - জব।

- কই? - অফিস এ। - খেপছিস কেন রে??? অনেক দিন পর তো... বুঝার চেষ্টা কর প্লীজ। - আমার বুঝ আমাকে যা বলে তা হল, আমি না থাকলে তোর "অনেক দিন পর" আসতোই না। You still would have been in class 6 if i wasn't there for you. -তা একেবারে ঠিক বলছিস। - জানার পরেও u r asking me why am i pissed at you??? - Am really sorry. - Don't care if you are sorry. Does it matter anyhow now? - কফি খাবি? - না রে ।

I have to get back to the office. - OK then.... Hey listen give me your number, will give you a call. - হু নে......... (চিনলিই না আর নাম্বার দিয়ে কি আমার মাথা করবি? ) After 3 months......... - আরে তুইইইই!!!!! - হ্যা আমি - কেমন আছিস?? - চিনলাম না তো আপনাকে (রিয়া atleast আমার খবর জানতে চেয়েছিল। তারপর বলেছে আমাকে চিনে নি। আর আমি তো সোজা বললাম "কে তুমি?" । I guess i am a very rude peson but then again who cares??? i can't remember evreyone i have ever known ) আমার বয়স খুব বেশি বলা ঠিক হবে না। আপনাদের চেয়ে হয়তো জীবনের experience অনেক কম।

তবে এটা আমি জানি আপনারা কিন্তু আমার চেয়ে খুব একটা ভিন্ন নন। --------দহন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।