আমাদের কথা খুঁজে নিন

   

সব রাজনৈতিক দলকেই বলছি - আসুন আমরা দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল কাজে এক হয়ে যাই।

কারে শোনা কথায় নয় - যা দেখি তাই লিখার চেষ্টা করি। এই ব্লগে আমি নতুন এসেছি। এসেই মনে করলাম একটি ব্লগ লিখি। যার বিষয় হচ্ছে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ। আমরা বিভিন্ন ইস্যুতে প্রায় সময় দেখি আওয়ামীলিগ এক কথা বলে আর বি এনপি এক কথা বলে।

কার ও কথার সাথে কার ও কথার মিল থাকে না। আওয়ামীলিগ ডানে গেলে বিএনপি যায় বামে আর ব্নিপি ডানে গেলে আওয়ামীলিগ যায় বামে। হোক সেটা ভাল তাতে ও তারা তারা একে অপরের সাথে দা-কুমড়া সম্পর্কে লেগেই থাকে। আমি আমাদের দেশের জাতীয় কিছু বিয়য় আছে যা নিয়ে দু একটি কথা বলতে চাই। যেই বিষয় গুলোতে সব দলই এক হওয়া উচিত।

১. গার্মেন্টস শিল্পঃ গার্মেন্টস শিল্প নিয়ে আমাদের দেশে প্রতি বছরই কোন না কোন দ্বন্ধ লেগেই থাকে। ঈদের আগে বেতন বোনাস দেয়া হয় না বা নূন্যতম মজুরী ৫০০০ টাকা করন। ঠিকমত বেতন দিচ্ছে না। এছাড়া আর ও বিভিন্ন সমস্যা লেগেই থাকে। এর জন্য দেখা যায় কয়েকদিন পর পর রাস্তায় গাড়ি ভাঙ্গে, মারামারি করন, রাস্তা অবরোধ, পুলিশের সাথে ধস্তাধস্তি ইত্যাদি রকম সমস্যা লেগেই থাকে।

কিন্তু এসব সমস্যার সমাধানে বিগত বছর গুলোতে আমরা যা দেখে এসেছি যে,সরকার সাময়িক ভাবে আশ্বাস দিয়ে বা পুলিশ দিয়ে মারধর করে বা যুদ্ধাপরাধীর বিচারকে বাধাগ্রস্ত করতে বা সন্ত্রাসী হামলা হচ্ছে এসব বলে সরকার পরিস্থিতি সাময়িক ভাবে নিয়ন্ত্রন করে। কিন্তু বাস্তবে আমরা কি এসব মেজর সমস্যার সমাধান গুলো বাস্তবে কি দেখেছি। ২. পরিবহন ভাড়া বৃদ্ধিঃ পরবিহন খাতে সবসময় ধরেই চলে এক নৈরাজ্যকরন পরিস্থিতি। যা প্রত্যেক সরকারের আমলেই হয়ে থাকে। আমরা সবাই এসব দেখে অভ্যস্ত হয়ে গেছি।

কিন্তু আজ পর্যন্ত কোন সরকারই এর সমাধান দিতে পারছে বলে আপনার কি মনে হয়...? আর সরকার পারলে ও আমার কাছে মনে হয় এর সমাধান দিবে না কারন ঐই পরিবহন ব্যাবসার সাথে সরকারী এবং বিরোধী দলীয় কিছু নেতারা ভালোভাবেই জড়িত এবং আমাদের হতভাগ্য দেশের পুলিশ প্রসাসন ও জড়িত। তাই হয়তো এর কোন সমাধান আমরা পাচ্ছিনা বলেই আমরা সাধারন জনগন বলির পাঠার মত চিল্লাইতেই থাকি কিন্তু কোন সমাধান পাইনি এবং পাবনা। ৩.শেয়ার মার্কেটঃ ৯৬ সালে ও একবার শেয়ার কেলেংকারি হয়েছিল ভালোভাবেই কিন্তু কোন বচার আজ পর্যন্ত হয়নি আর হবে বলে ও মনে হচ্ছে না। ঠিক একই ভাবে ২০১০ সালে ও শেয়ার কেলেংকারি হয়েছে। ফকির হয়েছে বা পুজি হারিয়েছে সাধারন জনগন।

কিন্তু সরকার এর বিচার না করে এক দল আরেক দলের সাথে কাদা ছোড়াছুড়ি করছে। কিন্তু কথা হল এসব আমাদের দেশে আর কতদিন দেখতে হবে...? ৪.নাম বদলিকরনঃ নাম বদলিকরন আমাদের দেশে মনে হচ্ছে একটা রেওয়াজ হয়ে গেছে। আমি একটি উদাহরন দিচ্ছি - আমাদের দেশের কোন মেয়ের বিয়ে হলে যেমন বেগম টাইটেল লাগানো হয় (মানে বিয়ের আগে আসমা আক্তার আর বিয়ের পরে আসমা বেগম) তেমনি আওয়ামীলিগ ক্ষমতায় এলে বঙ্গবন্ধু ওমুক আর বিএনপি ক্ষমতায় এলে শহীদ জিয়া তমুক এভাবেই চলছে এবং চলবেই জানিনা এর শেষ কোথায়...? কিন্তু দু দল কখনোই সংসদে বসে একটি আইন করবেনা যে, কোন রাজনৈতিক নেতাদের নামে কোন কিছুরই নাম করা যাবে না । এটা তারা কেউই রাজি হবে না। কারন তাদের স্বার্থে আঘাত লাঘবে।

কিন্তু জনগনের টাকা দিয়ে তারা এই নামবদলিকরন করেই যাবে। এই সব বিষয় গুলোর সাথে তারা অন্তত এক হওয়া উচিত দেশের স্বার্থে। এভাবে আর ও অনেক ইস্যু যেমন- - স্নাতক ডিগ্রি ছাড়া কোন লোককেই রাজনৈতিক নমিনেশন দেয়া যাবেনা। -ইন্টার পাশ করা ছাড়া কোন ছেলেই যাতে রাজনীতি না করে। - ড্রাইভিং কোর্স পরীক্ষায় উর্ত্তীন্ন ছাড়া কাউকে ড্রাইভিং লাইসেন্স না দেয়া।

- পুলিশ প্রসাশন যাতে কোনোভাবেই পরিবহন ব্যাবসার সাথে জড়িত না থাকে। - হরতালে গাড়ি চলাচল যাতে অন্যান্য দিনের মতে স্বাভাবিক থাকে। - কোনো অপরাধীকে ছেড়ে দিকে যাতে কোনো নেতা বা মন্ত্রী দের রিকোয়েস্ট না করতে পারে। - দ্রব্যমুল্য নিয়ে যাতে কেউ কোন অস্থির বাজার সৃষ্টি না করতে পারে। - কোনো মন্ত্রীর ছেলেমেয়েরা যাতে বিদেশে পড়তে না পারে কিন্তু এমপিদের ছেলেরা পড়তে পারবে।

মন্ত্রীর ছেলেমেয়েরা এই দেশে পড়লে বিশ্ব বিদ্যালয়গুলোতে আর রাজনিতীর রাহাজানি চলবেনা। মারামারি করে মরলেতাদের সন্তানরা যাতে মরবে। তাহলেই বুজবে সন্তান হারানোর কি জ্বালা...? এছাড়া আর ও অনেক বিষয় আছে যেসব বিষয়গুলোতে সব রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে । তাহলেই আমাদের দেশকে বঙ্গবন্ধু আর জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। ব্লগটি পড়া শেষে ভালো লাগলে কমেন্টস দিয়া যাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.