আমাদের কথা খুঁজে নিন

   

একটু খানি হাসুন........ সাক্ষী

কোর্ট এ একটা কেস চলতেছে | সাক্ষী এর কাঠগড়ায় দাড়িয়ে আছেন এক দাদীমা | তার বয়স অনেক, সাদা চুল, মুখে ফলসে দাঁত, হাই পাওয়ার চশমা | যাই হোক, বাদী পক্ষের উকিল এগিয়ে এলেন দড়িমার দিকে| উকিল: আচ্ছা দাদীমা, আপনি আমারে চেনেন ? দাদীমা : চিনিনা মানে? বিলক্ষণ চিনি | তোমারে তো আমি লেংটা হইয়া ঘুরে বেরাইতে দেখছি | কিন্তু মোতালেব, তুমি তো জীবনে কিছু করবার পারলা না |তুমি মিছা কথা কও | তোমার সুন্দরী বউ থাকতে অন্য মাইয়ার পিছনে ঘুর ঘুর কর |লোকেরে উল্টা বুঝাও, সবাইরে ঠকাও, আর পিছনে লোকের বদনাম কর | তুমি মনে কর তুমি নিজেরে মনে কর রাঘব বোয়াল ! আসলে তুমি একটা পুঁটি মাছ ও না ! আমি তোমারে অবশ্যই চিনি | উকিল এই শুইন্যা পুরা ঘাবড়ায় গেলেন | গোটা কোর্টের লোকজন ও একদম হা হইয়া গেছে | কী করবে বুঝতে না পাইরা এইবার উকিল আসামি পক্ষের উকিল রে দেখায় বললেন, উকিল: দাদীমা, আপনি কী ওরে চেনেন ? দাদীমা: আরে, আসলাম না ? ওরে কেন চিনুম না |আমার যখন বিয়া হয় তখন ওই বেটা দুধের শিশু | ছোটবেলায় তো বেশ ভালই আছিল | বড় হইয়া হইল একটা অলস, অকর্মার ধারী| আবার শুনি রোজ রোজ মদ খাওয়া শুরু করছে |কার ও সাথে ঠিকঠাক কথা কইবার পারে না | এই জেলার সবথিকা বাজে উকিল হইল ওই আসলাম | ওঃ বলতে ভুইলা গেছিলাম | এ আবার তিনটা পরকীয়া প্রেম করছে | তার একটা তোমার বউ এর লগে | এই কথা শুইন্যা আসলাম উকিল কোর্টের মধ্যে অজ্ঞান হয়া গেলেন | এইবার বিচারক বললেন, "মোতালেব মিয়াঁ, আপনি সীট এ যায়া বসেন | আর যদি মুর্খের মত প্রশ্ন করছেন যে উনি আমারে চেনে কিনা, আপনারে আমি ফাঁসিতে ঝোলামু |" সংগ্রহীত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.