আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়া: সুখে থাকতে ভুতে কিলায়

সদা নিরুপায় তবুও অকুতোভয় গাদ্দাফির করুণ মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের মধ্যে বয়ে যায় অফুরান আনন্দের বন্যা। হিলারি ক্লিনটনকে গাদ্দাফি বধের ছবি সেলফোনের পর্দায় দেখানো হলে আনন্দের সেই হলিউডি অভিব্যক্তি, ‘ওয়াও’ বলে চিৎকার করে ওঠা তিনি থামিয়ে রাখতে পারেননি। কেননা, ঠিক সেই মুহূর্তে তিনি ভালোভাবেই জেনে গেছেন যে লিবিয়ায় যুক্তরাষ্ট্র ও মিত্রদের একচ্ছত্র দখল নিরঙ্কুশ করে নিতে কোনো রকম বিরোধিতার মুখোমুখি এখন আর হতে হবে না। ফলে দেশটির বশংবদ মেরুদণ্ডহীন নতুন নেতৃত্বকে নতুন করে স্বাধীনতা ঘোষণা করায় উদ্বুদ্ধ করা কেন? কেননা, আমরা জানি, এবারের এই স্বাধীনতা ঘোষণার অর্থ তো প্রকৃত অর্থে হচ্ছে পরাধীনতার ঘোষণা, যে ঘোষণার মধ্য দিয়ে লিবিয়ার অর্থনৈতিক স্বাধীনতা অনাগত দিনগুলোর জন্য হয়ে থাকবে পশ্চিমের পদভারে পিষ্ট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।