আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়া জীবন: ১৬

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ একটা স্পর্শকাতর বিষয় পরিষ্কার হওয়া দরকার। খুনিদের আশ্রয়দাতা গাদ্দাফিকে ভালোবাসায় কোনওভাবেই খাটো হচ্ছেন না বঙ্গবন্ধু। দুজনই বিপ্লব করেছেন। একজন বিশ্বমানচিত্রে একটা দেশ দিয়েছেন। অন্যজন একটা দেশকে সমৃদ্ধির এক অন্য স্তরে নিয়ে গেছেন।

একজনের ৪ বছর, আরেক জনের ৪ দশক। পরিণতি একই। তবে একজনকে ইতিহাস থেকে উধাও করে দিতে সিআইএ, র-য়ের এতো মাথা ঘামাতে হয়নি, মীরজাফররা তৈরিই ছিল। আরেকজনকে হঠাতে বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলে মীরজাফর বানাতে হয়েছে, ন্যাটোকে চালাতে হয়েছ হাজার দশেক বিমান হামলা। বঙ্গবন্ধু যখন মারা যান, গাদ্দাফি তখন ৩৩ বছরের টগবগে তরুণ।

বিপ্লবের তাজা ঘ্রাণ তখনও ঘামের সাথে বের হয়। কর্নেল ফারুক-রশিদকে দেখে হয়তো বঙ্গবন্ধুর চেয়েও বড় বিপ্লবী মনে করেছিলেন কর্নেল গাদ্দাফি। আগের লেখার লিংক: http://www.samowiki.com/details.php?id=500 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।