আমাদের কথা খুঁজে নিন

   

ছোট্ট মেয়ে সিন্থুল জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন । বেড়ে উঠতে দিন একটি স্বপ্নকে ।

কষ্ট পাই , কারন কষ্টকে ভালবাসি ছোট্ট মেয়ে সিন্থুল । ওর বয়স মাত্র ১১ । পড়ে চতুর্থ শ্রেনীতে । ফুটফুটে মেয়েটিকে দেখে কে বলবে ওর শরীরে বাসা বেধেছে মরণ ব্যাধি ক্যান্সার । ওর বয়স যখন ৫ তখন ডাক্তাররা প্রথম বুঝতে পারেন ওর স্প্লিনার অকারণেই বেড়ে চলছে ।

সেই ক্ষত বেড়ে আজ ক্যান্সার এ রুপ নিয়েছে । এই ছোট নিষ্পাপ মেয়েটির কথা শুনে সত্যি চোখে পানি আটকানো যায় না । মেয়েটা যখন বলছিল নিষ্পাপ আর শুষ্ক মুখে , " আমার নাক দিয়ে রক্ত পড়ত প্রতিদিন , তখন থেকে ভাল লাগত না , শরীর আস্তে আস্তে অনেক খারাপ হয়ে আসত । এখন অনেক খারাপ হয় । " সিন্থুলের বাবা চাকরী করতেন একটা ছোট অষুধ কোম্পানীতে , আর সিন্থুলের মা রুনা সংসার আর সিন্থুলের চিকিতসার খরচের হিসেব মিলাতে গিয়ে শুরু করেছেন টিউশনি ।

তারপরো কলকাতা এপলো হাসপাতাল থেকে যখন বলা হল , সিন্থুলের চিকিতসার জন্য একবারে বাংলাদেশীটাকায় ১০-১২ লক্ষ টাকা জমা দেওয়ার পরই অপারেশন সম্ভব । আলোঝলমল করিডোরে দাড়িয়েও অন্ধকারে ডুবে যেতে থাকেন সিন্থিলার বাবা । দেশে ফিরে সিন্থিলার বাবা মানিকগঞ্জ এ দেশের বাড়িতে নিজের ভিটে বাড়িও বেচে দিয়েছেন । আর বন্ধু আর স্বজন দের কাছ থেকে যা পেয়েছেন , সব মিলিয়ে জোগাড় হয়েছে লাখ ৫ এর মত টাকা । একজন মায়ের কান্নাভেজা কন্ঠ যখন তার সন্তানকে বাচানোর জন্য আবদার করে , তখন সে করুন দৃশ্য দেখার মত অবস্থা বোধ হয় কারো থাকে না ।

তিন মাস হল সিন্থুল স্কুলে যেতে পারে না । এই অসুস্থ শরীর নিয়েই থাকে টুকিটাকি আকাআকি । সারাক্ষন জ্বর আর যখন তখন রক্ত বমি থেকে বাচতে চায় সিন্থুল । আর ভবিষ্যতে স্বপ্ন দেখে একজন ডাক্তার হওয়ার , যাতে বাচাতে পারে ওর মত অসুস্থ অন্যদের । আমরা কি পারি না , সিন্থুলের জন্য হাত বাড়িয়ে দিতে সাহায্যের ।

পারিনা একটা মায়ের কান্না মুছে দিয়ে একটু হাসি ফুটাতে । আসুন ব্লগার বন্ধুরা একটা নিষ্পাপ শিশুর জন্য একজন মানূষ এর জন্য আমরা আবার আমাদের হাত বাড়িয়ে দেই । হয়ত সবাই আমরা অনেক টাকা দিতে পারব না । কিন্তু অন্তত ১০০টাকা তো আমরা সবাই দিতে পারি এই ছোট মেয়েটাকে । আসুন একসপ্তাহের মোবাইল খরচটা আমরা ওকে দেই ।

১০০ বা ৫০টাকা নিয়ে ভাব্বেন না । আমাদের ছোট ছোট এই দেওয়াই এই মেয়েটির জীবন বাচাতে ভুমিকা রাখবে । আসুন অন্তত পক্ষে ১০০টাকা নিজের কষ্ট হলেও এই শিশুটিকে দেই । বাচিয়ে তুলি এই নিষ্পাপ সিন্থিলাকে । ফুটিয়ে তুলি একজন মায়ের মুখে হাসি আর অকালে ঝরে যাওয়া একটা শিশুকে আমাদের মাঝে আদর দিয়ে বাচিয়ে রাখি ।

আর প্রমান করি , আমরা সত্যিকারের মানূষ । For Help/ Details : Likhon Vuiyan. Uttora bank Ltd. Acc no: 3474 mobile: 01712099853 , 01713173331 সাহায্য আর তথ্যের জন্যঃ লিঙ্কন ভুঁইয়া । উত্তরা ব্যাঙ্ক , হিসাব নংঃ ৩৪৭৪ মোবাইলঃ ০১৭১২০৯৯৮৫৩ , ০১৭১৩১৭৩৩৩১ View this link কাল আমি মর্মশপর্শী ভিডিও টি আপ্লোড করার চেষ্টা করব । লিঙ্কে ক্লিক করে ভিডীও টী দেখতে পারেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.