আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়ার প্রধানমন্ত্রী পদচ্যুত

অনাস্থা বিল পাস করার মাধ্যমে মঙ্গলবার লিবিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আলী জিদানকে পদচ্যুত করেছে দেশটির সংসদ। কেন্দ্রীয় সরকার বিদ্রোহীদেরকে স্বাধীনভাবে তেল রফতানি থেকে বিরত রাখতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী জিদানের বিরুদ্ধে অসন্তোষ দেখা দেয়। আর এ কারণেই দেশটির সংসদ তাকে পদচ্যুত করে।

মঙ্গলবার বিদ্রোহীদের সরবরাহকৃত তেল নিয়ে উত্তর কোরীয় একটি তেলের ট্যাংকার লিবিয়া ত্যাগ করতে সমর্থ হওয়ার কয়েক ঘণ্টা পরই এই পদক্ষেপ গ্রহণ করল দেশটির সংসদ।

লিবিয়ার পূর্বাঞ্চলের বিদ্রোহীরা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারের বাইরে স্বাধীনভাবেই তেল রফতানি করছে বলে জানা গেছে।

জিদানকে পদচ্যুত করার পর অন্তর্বর্তীকালীন প্রতিরক্ষামন্ত্রী আব্দুল্লাহ আল থিন্নিকে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দুই সপ্তাহ পর একজন স্থায়ী প্রধানমন্ত্রী নিয়োগে সিদ্ধান্ত নেওয়া হবে।  সূত্র : বিবিসি, আলজাজিরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.