আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাজ্যে ২৫ শতাংশ প্রাপ্তবয়স্ক সপ্তায় ১ ঘণ্টা হাঁটেন

ইউগোভ ২ হাজার প্রাপ্ত বয়স্কের ওপর জরিপটি পরিচালনা করে। এ ক্ষেত্রে তারা কোথায় এবং কখন হাঁটেন এই প্রশ্নগুলো প্রাধান্য পেয়েছে। জরিপে তারা দেখেছেন, কেবল ৪৩ শতাংশ প্রাপ্ত বয়ষ্ক সপ্তাহে ২ ঘন্টা বা তার চেয়ে কম হেঁটে থাকেন।
এছাড়া, জরিপে বিদ্যালয় বা কর্মক্ষেত্র মিলিয়ে কতক্ষণ হাঁটা হয় তাও জানতে চাওয়া হয়।
যদিও যুক্তরাজ্যের সরকারের সুপারিশে বলা হয়েছে, সপ্তাহে একজন ব্যক্তির কমপক্ষে ১৫০ মিনিটি দৈহিক পরিশ্রম করা উচিত।
এদিকে, জরিপের প্রতিবেদনে কম হাঁটার কথা থাকা স্বত্বেও, অত্যাবশ্যকীয়ভাবে প্রায় ৯৩ শতাংশ একমত হয়েছেন শারীরিকচর্চায় হাঁটা সবচেয়ে উত্তম ।
জরিপ প্রতিষ্ঠানটি সুপারিশ করেছে, একজন ব্যক্তির দৈনিক ৫ মাইল বা তার কাছাকাছি হাঁটা উচিত।
যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রী এনা সাবরি জানিয়েছেন, সুস্বাস্থ্যের জন্য হাঁটা অন্যতম একটি পদ্ধতি। এবং সুস্বাস্থ্যের জন্য হাঁটা প্রথম পদক্ষেপ বলেও তিনি মনে করেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.