আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাজ্যে “ওয়াকিং ফর জাষ্টিস” কর্মসূচি

যুদ্ধপরাধের বিচারের দাবিতে গনজাগরন মঞ্চ ইউকের সহযোগিতায় বৃটেনে ২০ মার্চ বুধবার থেকে শুরু হচ্ছে “ওয়াকিং ফর জাষ্টিস” কর্মসূচি। বাংলাদেশের দেশের বাইরে স্থাপিত প্রথম স্থায়ী শহীদ মিনার ম্যানচেষ্টার ওল্ডহাম থেকে বুধবার সকাল ৭টায় শুরু হবে এ পদযাত্রা। সাড়ে ৩শত মাইল পায়ে হেটে ওয়াকিং ফর জাষ্টিস টিম লন্ডনে অবস্থিত বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় নাম্বার টেন ডাউনিং ষ্ট্রিটে পৌছে স্মারকলিপি প্রদান করবে। ম্যানচেষ্টার ওল্ডহাম থেকে শুরু করে এই টিম ষ্টোক অন ট্রেন্ট, বার্মিংহাম, নর্দাম্পটন, লুটন হয়ে লন্ডনে পৌছবে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ। এই লংমার্চে অংশ নেয়া সাজ্জাদ জানান, দেশের জন্য যেখানে এতো মানুষ প্রান দিয়েছেন, এতো মা-বোন সম্ভ্রম দিয়েছেন সেইসব মানুষের হত্যাকারীদের বিচারের দাবীতে এই ৩০০ মাইল হাটা তুচ্ছ।

ওয়াকিং ফর জাষ্টিসের সমন্বয়ক নাট্যকার ও অভিনেতা ফজলুল কবীর তুহিন বলেন, মূলত যুদ্ধাপরাধীদের বিচার এবং যেসব যুদ্ধাপরাধী দেশের বাইরে অবস্থান করছেন তাদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে সেখানকার আইনে বিচারের দাবীতে আমাদের এই আয়োজন। ২৬শে মার্চ দুপুর ১২টায় রিজেন্টস পার্কে এসে মিলিত হবেন তারা। এসময় লন্ডনে যুক্ত হবে গনজাগরন মঞ্চের কর্মীরা। সেখান থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌছে দুপুর ২টা ৩০ মিনিটে দেয়া হবে স্মারকলিপি। এরপর বিকাল ৩টায় হাউস অব কমন্সের সামনে গনসংগীত পরিবেশন করবেন লন্ডনের স্থানীয় শিল্পীরা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.